Chunar Fort - Chunar Jail - Varanasi Day Trip

Sonwa Mondap- রাজকুমারী শোনওয়ার বিবাহের জন্য বানানো মন্ডপ

ভারতে যদি দেখা মেলে বৈচিত্র্যের মধ্যে ঐক্য,তাহলে চুনারফোর্ট হলো তার অন্যতম নিদর্শন।

উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য এই কেল্লাটি তৈরি করেন, ১৮৫০ একর জমির ওপর।তখন এখানে ছিল কাইমুর পর্বতের ঘন জঙ্গল। পরবর্তী সময়ে মুঘল,শেরশাহ,আওয়াধের নবাব ও সর্বশেষ ব্রিটিশ দ্বারা শাসিত হয় এই দুর্গ।সকলেরই আকর্ষণ ছিল এই দুর্গ জয় করার প্রতি।

এই দুর্গটি ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।মৌর্য সম্রাট অশোক থেকে শুরু করে, গুপ্ত সাম্রাজ্যের নির্মাতারা,সেরা পুস্তক বিক্রেতাদের লেখকরা,এমনকি হটশট বলিউডের পরিচালক সবারই পছন্দের এই চুনার।হিন্দি সাহিত্যের উৎসাহীরা চন্দ্রার কেল্লাকে 'তিলিস্তি কিলা' বা 'যাদুকরী দুর্গ ' হিসাবে জানেন, কারণ এটি দুর্দান্ত হিন্দি উপন্যাস 'চন্দ্রকান্তে' উপস্থিত হয়েছিল। 'Gangs of Wasseypur' হিন্দি সিনেমাতেও এর দেখা মেলে।

তবে কল্পকাহিনীর বাইরে, দুর্গটির ঐতিহাসিক, পৌরাণিক ও বাণিজ্যিক মূল্য অপরিসীম।পবিত্র গঙ্গানদীর উপরে ২৮০ ফুট উঁচু চুনার দুর্গ ২০০০ বছরেরও পুরোনো।

You can also visit : Ramnagar Fort

পৌরাণিক মতে এই ফোর্টের নাম 'চরণাদ্রি', যেহেতু ভগবান বিষ্ণু মর্ত্যে এখানেই পা ফেলেছিলেন।ওপর থেকে দেখলে এই দুর্গ পায়ের পাতার মত দেখায়।একটি মন্দিরও আছে, আছে মসজিদও।কথিত আছে, ঔরঙ্গজেব যখন মন্দির ধ্বংসের খেলায় মেতে উঠেছিলেন,এটাও ধ্বংস করতে উদ্যত হন কিন্তু ভগবানের অলৌকিক ক্ষমতায় পেরে ওঠেন নি।যা আজও বর্তমান।

বর্তমানে এই ফোর্টএর একটা অংশ গেস্ট হাউস,যা PWD এর তত্ত্বাবধানে।এখানে থাকা যায় বুক করে। কেউ চাইলে অ্যাডভেঞ্চার করতেই পারেন।আশপাশেই অতীতের চোরাকুঠুরী,জেল,বিচরসভা ও ফাঁসিরমঞ্চ। রাতের অন্ধকারে অনেক কিছুর দেখা পেলেও পেতে পারেন। যখন যে শাসক রাজত্ব করেছেন তখন তিনি তার স্থাপত্যের নিদর্শন রেখেছেন।হিন্দু মুসলিম মিলিত স্থাপত্যের দেখা মেলে তাই।এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য শোনওয়া মণ্ডপ, শেরশাহের বিচারসভা,বিতর্কিত কুয়ো,ব্রিটিশ আমলের জেল,চোরা কুঠুরী,ওয়ারেন হেস্টিংসের বাসস্থান।

বর্তমানে এটি BSFএর দখলে। তাহলেও আপনার ঘুরে দেখায় বাঁধা নেই।

চুনারগড় বা ময়নাগড় বা চরণাদ্রি যাই বলে ডাকি না কেন এই দুর্গকে,বহু ইতিহাসের সাক্ষী এই চুনার ফোর্ট।


পথ নির্দেশ :
বেনারস থেকে ২৩ কিমি দক্ষিণ-পশ্চিমে গঙ্গাতীরে অবস্থিত।সহজেই বেনারস থেকে গাড়ি নিয়ে পৌঁছে যেতেই পারেন এই ফোর্ট দেখতে।




চুনারের পথে


চোরা কুঠুরীর‌ পথ.... ব্রিটিশ সরকার বন্ধ করে দেয় পরবর্তীতে


শেরশাহএর বিচার সভাপিছনের PWDর গেস্ট হাউস


ব্রিটিশ পিরিয়ডের কারাগার



শেরশাহের বেগমের বসার জায়গা


পৃথ্বীরাজ চৌহান বানান তার স্ত্রী সংযুক্তার জন্য ছোট ঐ জায়গায় পাহারায় থাকত মহিলা অঙ্গরক্ষাকারী


এখান থেকে গঙ্গা উত্তরে বইছে


ফাঁসির মঞ্চ.... রাজা বাদশাদের সময় মাথা কেটে এই গঙ্গায় ভাসিয়ে দেয়া হত,আর ব্রিটিশ সরকার ফাঁসি দিত

মন্তব্যসমূহ

Popular Posts

Gobardanga Prasannamoyee Kali Mandir-Gobardanga Kalibari

Chatu Babu Latu Babur Bari - Bonedi Barir Durga Puja

Top 10 Rajbari near Kolkata-Zamindar Houses in Bengal-Heritage Home Stay-Dayout Plan-Weekend Tour

চকদীঘি বাগানবাটি | Chakdighi Baganbati | Chakdighi Rajbari | Day Tour | Shooting Locations