Ramnagar Fort - Astronomical Clock - Varanasi Day Trip
Ramnagar Fort-Astronomical Clock-Varanasi Day Trip-Har Har Bomkesh Shooting Place
সবার কাছে বেনারস এর মূল আকর্ষণ 'বাবা বিশ্বনাথের' দর্শন,সন্ধ্যা আরতি,গঙ্গা বক্ষে নৌকায় ঘুরে ঘুরে শতাধিক ঘাট দেখা। আমিও তার ব্যতিক্রম নই কিন্তু ইতিহাস ছাড়া আমার বেড়ানো যে অসম্পূর্ণ।
তাই 'রামনগর ফোর্ট'ত দেখতেই হয়। তুলসী ঘাটের ঠিক বিপরীত পাড়ে গঙ্গা বরাবর এই অপূর্ব ফোর্ট দাঁড়িয়ে আছে স্বমহিমায়।মুঘল স্থাপত্য বেশ পরিস্কার, বেলেপাথরের,(স্যান্ডস্টনের) তৈরি।
বেনারসের রাজা বলবন্ত সিং ,১৭৫০ সালে তৈরি করেছিলেন এই ফোর্ট। বর্তমান রাজা,অনন্ত নারায়ন সিং। তিনি সপরিবারে এই ফোর্ট এই এখনও বসবাস করেন।
Wanna Visit Ramnagar Fort !! Click below for the full Tour Plan and Food :
সকাল সকাল পৌঁছলাম।প্রবেশ মূল্য(২০/)দিয়ে ঢুকলাম। মিউজিয়াম দিয়ে প্রবেশপথ।সেখানে রয়েছে পালকি,ঘোড়া গাড়ি থেকে শুরু করে বর্তমান মোটরগাড়ি সহ হরেক রকমের সময়োপযোগী গাড়ি। বিভিন্ন বন্দুক ও নানা অস্ত্রসস্ত্র যা শিকারে পারদর্শিতার নিদর্শন হয়ে আজও রয়েছে। রয়েছে অনেক মূল্যবান জিনিস তবে রয়েছে এক বিশেষ ঘড়ি (Astronomical Clock), যা দিন,সময়,বছর,সপ্তাহ,সূর্য,চাঁদের গতিবিধি বলে দেয়।কখন দেখতে দেখতে ঢুকে গেলাম অন্দরমহলে।অন্দরমহল শেষে চললাম ফোর্ট এর নিজস্ব ঘাটের দিকে।মন্দির ও আছে সেখানে।সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে ঘুরতে ঘুরতে তা টেরই পাইনি।দুপুরের আলোয় ধূসর ফোর্ট কে মোহময়ী লাগছিল বটে। যেন অতীতকে মনে করিয়ে দিচ্ছিল। ইতিহাসের সাক্ষী হয়ে বয়ে চলেছে গঙ্গা, আজও,একইভাবে।
পথনির্দেশ- বেনারস স্টেশন থেকে অটো/দশাশ্বমেধ ঘাট থেকে নৌকায়(১ ঘণ্টা)/বা গাড়িতে ব্রিজ পার হয়ে।
BHU(Benaras Hindu University)থেকে ২ কিমি দূরত্ব
বিখ্যাত - লস্যি,লস্যি র উপর মালাই এর বিশেষত্ব

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any query, please let me know.