Zebra Pulled Car - Jadulal Mullick


( সংগৃহীত - Pic Collected from Net )

Zebra Pulled Car-Jadulal Mullick-Rolls Royce

পাথুরীঘাটার অন্যতম ধনী, প্রভাবশালী ও দানশীল ব্যক্তি ছিলেন যদুলাল মল্লিক (১৮৪৪-১৮৯৪)। 
তার ছোটছেলে মন্মথনাথ মল্লিকের ছিল গাড়ির সখ।ঘোড়ায় ভরা আস্তাবল ছিল সেসময় তার।ছিল নয় (৯) ধরনের গাড়ি।তিনি ১৯৩০ সালে আলিপুর চিড়িয়াখানা থেকে ছয় হাজার (৬০০০) টাকায় ২টি জেব্রা কিনে গাড়ি টানার ট্রেনিং দিয়েছিলেন তিনি নিজেই।পরে সেই জেব্রা টানা গাড়িতে কলকাতার রাজপথে সফর করে বেড়াতেন।


সফর করাকালীন ১৯৩৬ সালের ৩রা এপ্রিল, "দি স্টেটসম্যান "  পত্রিকায় ইডেন উদ্যানে তোলা উপরের এই ছবিটি প্রকাশ হয়। 

মন্তব্যসমূহ

Popular Posts

Rani Rashmoni Ghat Halisahar | Fuchka Gram | Dayouting Near Ganges | Weekend Tours Near Kolkata

Gobardanga Prasannamoyee Kali Mandir-Gobardanga Kalibari

চকদীঘি বাগানবাটি | Chakdighi Baganbati | Chakdighi Rajbari | Day Tour | Shooting Locations

Gobardanga Jamidar Bari-Prasannamoyee Kali Mandir-Gobardanga Kalibari