Abanindranath Tagore's House-Santiniketan at Konnagar

Abanindranath Tagore's House-Santiniketan at Konnagar-Bagan Bari Konnagar
শান্তিনিকেতন আমার,শুধু আমার কেনো অনেকেরই খুব পছন্দের জায়গা।তার শান্ত পরিবেশ, সবুজের সমারোহ,পাখির কলকাকলিতে সময় কাটাতে বারবার ছুটে যেতে ইচ্ছা করে।সেই একই ছোঁয়া পেয়েছিলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি গিয়ে।
হুগলি জেলার কোন্নগরেরর এই বাগান বাড়িতেই ছোটবেলা কেটেছে চিত্রশিল্পী অবন ঠাকুরের।ভিক্টোরিয়ান আদলে তৈরি এই বাগানবাড়িটি ১২ বিঘা ৭ কাটা অর্থাৎ প্রায় ১৩ বিঘা জমি নিয়ে তৈরি।আম, জাম, কাঁঠাল,নারকেল,বকুলের ছায়ায়,পাখির কলকাকলিতে মুখরিত সে পরিবেশ।বাড়িটি তৈরি করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা গুনেন্দ্র নাথ ঠাকুর ১৮৭০ সালে।জন্ম জোড়াসাঁকোতে হলেও জন্মের পর বালক অবনীন্দ্রনাথের ছোটবেলা কেটেছে এই বাড়িতেই।গঙ্গা তীরবর্তী এই বাড়ি ভর্তি ছিল তখন ঠাকুর,চাকর,মনোরঞ্জনকারী বহুরূপীর দল,ছিল কুকুর,বাঁদর,ঘোড়া,হরিণের মতো পোষ্যেরা,এমনকি ছিল কাছিমের দলও।এই বাড়ির কাঁঠাল গাছের তলায় তার প্রথম কুড়েঘর আঁকতে শেখা।তার লেখা বিশ্ব ভারতী পাবলিকেশনের 'জোড়াসাঁকোর ধারে' বইটিতে এই বাড়ির সাথে জড়িত বিভিন্ন সুখস্মৃতির উল্লেখ রয়েছে বারবার।গ্রাম্য লোকসংস্কৃতি বহুরূপীর পালা,মন্দিরে মন্দিরে ঘণ্টা,উলুধ্বনিতে রোমাঞ্চিত হত বালক হৃদয়।পরবর্তীতে চিত্র বা লেখায় এগুলোর প্রভাব স্পষ্ট। ঘোড়া চালানো,সাঁতার শেখা, পিতার কাছে বন্দুক চালানো শেখা সবই এই বাড়িতেই।ছেলেকে সাহসী করতে ছেলের কাঁধে বন্দুক রেখে শিকার করতেন গুণেন্দ্র নাথঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরও বহুবার এসেছেন এই বাড়িতে,থেকেছেন সপরিবারে,অনুভব করেছেন এই স্থানের সৌন্দর্য্য,নীরবতাকে। কবিগুরুর অনেক লেখারই রসদ ভান্ডার এই বাড়ি ও লাগোয় গঙ্গা।নিজের আত্মজীবনীতে সে কথা বলেছেন কবিগুরু।
Enjoy Abanindranath Tagore's Bagan Bari in this video -
Related Posts: Jaikrishna Public Library, Denmark Tavern, Tagore's House
অবনীন্দ্রনাথ ঠাকুর 'আপন কথা', 'ঘরোয়া' তে এই বাড়ির উল্লেখসহ বলেন তার পিতা অনেক টাকা ব্যয় করে দেশ বিদেশের বহু মূল্যবান আসবাব,ছবি,হাতের কাজ দিয়ে সাজিয়েছিলেন মূল ভবনটি। যার মধ্যে অন্যতম ছিল ক্রিস্টালের তৈরি একটি ফোয়ারা। প্রায়শই লেগে থাকত নানা বৈঠক এই বাগান বাড়িতে।পিতা গুনেন্দ্রনাথ ঠাকুরের অকাল প্রয়াণে সব স্তব্ধ হয়ে যায়।ফিরে যেতে হয় জোড়াসাঁকোয়।
বাড়ি বলতে মূলত দুটি,একটি মূল বাসভবন।মুলভবনের ঠিক সামনে দিয়েই নেমে গেছে গঙ্গার ঘাটের সিঁড়ি,যেখানে আছে ৯টি ঘর ও অপরটি বেশ দূরে বাগান পেরিয়ে মূল ফটকের সম্মুখে মূলত ভৃত্য দের থাকার ঘর ছিল।আজ ঘরগুলির নাম দেয়া রন্ধনশালা, ভাড়ার,গ্রন্থাগার,দ্বাররক্ষকের ঘর।দুটি বাড়িই সাজানো হয়েছে বিভিন্ন চিত্র শিল্পীর শিল্পকর্ম দিয়ে।
Address :
2, Mirpara Lane, Rammohan Place, Konnagar, West Bengal 712235
Google Map:
Nice place to visit
উত্তরমুছুনKhub sundar post
উত্তরমুছুন