Sherlock Holmes Museum-London Archive

Sherlock Holmes Museum-London Archive-London History
রহস্য রোমাঞ্চ গুল্পের টানটান উত্তেজনায় হারিয়ে যেতে আমাদের বেশিরভাগেরই ভালো লাগে। আর সেই রহস্যের সমাধান যদি হয় 221b Baker Street, London এ তাহলে সেই গুল্প গুলোও আলাদা মাত্রা পায়।ঠিকানাটা হয়তো অনেকেরই চেনা চেনা লাগছে।ফেলুদা, ব্যোমকেশ বা বাঁটুল দি গ্রেট নয়,চলে যাবো আজ সুদূর লন্ডন বেকার স্ট্রীটে।শার্লক হোমসের বাড়িতে।
শার্লক হোমস লেখক Sir Arthur Conan Doyle এর সৃষ্ট চরিত্র,যদিও লেখার গুনে তা জীবন্ত।বরং লেখককে ছাপিয়ে তার সৃষ্ট ফ্রিকশনাল চরিত্রটি পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি ও জনপ্রিয়তা।লেখকের উল্লিখিত তথ্য অর্থাৎ গল্পগুলো অনুযায়ী শার্লক হোমস ও তার অ্যাসিস্ট্যান্ট জন ওয়াটসন 1881 থেকে 1904 অবধি বাস করতেন এই বাড়িতে।করতেন নানা রহস্যের সমাধান।
Related Blog : Tower Bridge History, HMV History, Longleat Safari Park

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই অ্যাড্রেসেই স্বনামধন্য কনসালটিং ডিটেকটিভকে উদ্দেশ্য করে চিঠি যদিও আসতেই থাকত বহু পরেও।সেই জনপ্রিয়তাকে সম্মান জানিয়ে 1990 সালে শার্লক হোমস ইন্টারন্যাশনাল সোসাইটি দ্বারা এই বাড়ি তথা অ্যাড্রেসেই গড়ে তোলা হয় শার্লক হোমস মিউজিয়াম,লন্ডন।গল্পে উঠে আসা শার্লক হোমসের দৈনন্দিন বাসস্থান,রহস্য সমাধানের সেই মুহূর্তগুলি কেমন ছিল তা আজও একই ভাবে তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামে।
তিনতলা এই বাড়িটির দরজা দিয়ে ঢুকেই কার্পেট বিছানো কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই চোখে পড়বে চেনা সে সব সিনারিও।যত্নসহ সংরক্ষিত তার আইকনিক পাইপ,ম্যাগনিফাইং গ্লাস, কেমিস্ট্রি ইকুইপমেন্টস, নোটবুক,পুরোনো খবরের কাগজ,বন্দুক সহ ব্যবহৃত স্লিপার, ভায়োলিন,ঘড়ি আরও কত কি। সবই চাক্ষুষ করা সম্ভব।বসার ঘর ছাড়িয়ে আছে শোবার ঘর।বাড়ির সর্বত্রই যথেচ্ছ বিচরণ সম্ভব।ফটো তোলাতে নেই কোনো বাধা নিষেধ। বসার ঘরে ফায়ার প্লেসের পাশে শার্লক হোমসের আরাম কেদারায় আপনিও অনায়াস বসে পাইপ হাতে নিয়ে, মাথায় টুপি পরে ক্যামেরা বন্দী করতেই পারেন আপনার সেই ভালোলাগার মুহূর্তটিকে।
বেকার স্ট্রিট টিউব স্টেশনে নেমে হাঁটাপথেই পৌঁছে গেছিলাম রাস্তা লাগোয়া 221b Baker Street, London এ।আমার লন্ডন ডায়েরি থেকে রইলো আপনাদের জন্য কিছু অমূল্য ছবি।
ছবি সৌজন্যে : তমোজয় বন্দ্যোপাধ্যায় ও কৌশিক ভট্টাচার্য্য
Asadharon...
উত্তরমুছুন