Rishi Bankim Chandra Chattopadhyay's Birthplace and Museum - Writer of Vande Mataram - Naihati RBC College - Katalpara Rath Yatra
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে ও সংগ্রহশালা
২৬শে জুন।সে ভাবে দেখলে ক্যালেন্ডারে জুন মাসে প্রতি বছরই আসে দিনটি।সেই ভাবে আমরা মনে না রাখলেও দিনটি একেবারে সাদামাটা কখনই নয়।
আজও যেখানেই 'বন্দে মাতরম ' গানটা শুনি গায়ে কাঁটা দিয়ে ওঠে,দেশপ্রেম নাড়া দেয়।তাহলে যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছিল গোটা সমাজ তখন ঐ একটা শব্দ বন্দে....মাতরম সেই বিপ্লবীদের যেমন মনের জোড় কতই না বাড়াত,ইংরেজ সাহেবদের দিন ফুরিয়ে আসার ইঙ্গিত দিত।ভয়ে নিষিদ্ধ ছিল গানটি।এই বন্দেমাতরম গানটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখন ছিলেন ব্রিটিশ সরকারের ডেপুটি কালেক্টর।১৮৭৫ সালে দেশমাতাকে উদ্দেশ্য করে তিনি রচনা করলেন এই অমোঘ সৃষ্টি।সসস্ত্র বিপ্লবে জড়িত না থেকেও কিভাবে মনে প্রাণে বিপ্লব করা যায়,কিভাবে সকলের মধ্যে সেই বিপ্লবের হাওয়া ছড়িয়ে অনুপ্রাণিত করা যায় তা তিনি বুঝিয়েছিলেন।পরবর্তীতে ১৮৮২ সালে আনন্দমঠে কবিতাটিকে অন্তর্ভুক্ত করা হয়।গান হয় আরও পরে।যে পরাধীন ভারতকে স্বাধীন দেখার স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছেন কত মহান,তাদের সবার কথা আমরা জানিও না বা তাদের বাড়ি চেনাও সম্ভব না হয়ত।তবে সাহিত্য সম্রাটের বাড়ি যাবার সৌভাগ্য আমার হয়েছিল।সে এক অন্য ভালোলাগা।
বঙ্কিম চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের চিরস্মরণীয় একটি উজ্জ্বল নক্ষত্রের নাম যার অবদান বাংলা ভাষার গদ্য ও উপন্যাসের একটি নতুন আধুনিক ঘরানা তৈরি হয়েছিল নিঃসন্দেহে।সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়র জন্মভিটা তথা বসতবাড়িটি বর্তমানে বঙ্কিম গবেষণাকেন্দ্র।যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ও দুর্গাসুন্দরী দেবীর তৃতীয় সন্তান বঙ্কিমচন্দ্রের জন্ম হয়েছিল ১৮৩৮ সালের ২৬শে জুন বাংলা ১২৪৫,১৩ই আষাঢ় নৈহাটির কাঁটালপাড়ার এই বাড়িতে।আজ সেই দিন।রক্ষনশীল উচ্চবিত্ত বনেদি বাড়ি ছিল এই চট্টোপাধ্যায়দের।কাছারি বাড়ি,অন্দরমহল,দুর্গা দালান,বৈঠকখানা,পারিবারিক মন্দির সব নিয়ে ছিল চট্টোপাধ্যায়ের ভবন। সরকারের উদ্যোগে বাড়িটি মূল কাঠামো হুবহু এক রেখে সংস্কার করে গড়ে তোলা হয় বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র। আছে গ্রন্থাগার ও সংগ্রহশালা। আর আছে রেললাইন লাগোয়া অপূর্ব সুন্দর আঁতুড়ঘরটি।একেবারে রেললাইন লাগোয়া বাড়িটির নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে ক্ষণে ক্ষণে নাড়া দিয়ে যায় রেলগাড়ির আনাগোনা।
বঙ্কিম চন্দ্রের শৈশব,কৈশোর,যৌবনের কর্মাবলী সব এই বাড়িতেই। ১৮৭২ সালে বঙ্গদর্শনের প্রকাশ হয়েছিল এই বাড়িতে থাকাকালীনই।বাড়ির কাঁটালপাড়ার রথটি দেখে রাধারানীর কথা মনে পড়লো,বুঝতে অসুবিধা হলো না এই লেখায় এই রথের ভূমিকা।যদিও মাহেশের রথের উল্লেখ আছে।
বাংলা সাহিত্যের ইতিহাসে এই বাড়ির অবদান এক কথায় অনস্বীকার্য।বাড়ি প্রসঙ্গেই নৈহাটির কথাও একটু বলি।গঙ্গার একদম ধারেই পুরনো ঐতিহ্যে মোড়াএই নৈহাটি শহর।আমার শহরও বটে।গঙ্গার অপর পাড়েই চুঁচুঁড়া।নৈহাটি ফেরীঘাট পাড় হলেই পৌঁছানো সম্ভব চুঁচুড়া।সাহিত্য সম্রাটের স্কুল হোক বা কলেজ জীবন সবই চুঁচুড়ায়।হুগলি কলিজিয়েট স্কুলের পর চুঁচুড়া মহসীন কলেজ।এর পর প্রেসিডেন্সি কলেজ। তিনিই প্রথম বাঙালি গ্র্যাজুয়েট।১৮৫৮ খ্রিষ্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত প্রথম বি. এ পরীক্ষায় কৃতকার্য হওয়া দুই ব্যাক্তি ছিলেন বঙ্কিম চন্দ্র ও যদুনাথ বসু। যদিও সাহিত্য সম্রাটের বাড়িটি কিন্ত একেবারেই গঙ্গা ঘাটের ধারে নয় একদম নৈহাটি রেললাইন সংলগ্ন।শ্বেতশুভ্র বাড়িটির রক্ষণাবেক্ষণও বেশ সুন্দর.... ।অনতিদূরেই ঋষি বঙ্কিম চন্দ্র কলেজ।আমি সেদিন সবটাই ঘুরে দেখলাম।
বাংলা সাহিত্যের ইতিহাসে এই বাড়ির অবদান এক কথায় অনস্বীকার্য।শ্বেতশুভ্র বাড়িটির রক্ষণাবেক্ষণও বেশ সুন্দর.... ✍️ অনন্যা
বাড়ির অন্দরমহল,বাহির মহল,সংগ্রহশালা,কাঁঠাল পাড়ার রথ ও ঋষি বঙ্কিম চন্দ্র কলেজকে কভার করে রইলো ডিটেইল ভিডিওটি আপনাদের জন্য -
Address : RBC College Rd, Naihati Urban, Naihati, Kolkata, West Bengal 743165
Nearest Station : Naihati
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any query, please let me know.