Swami Vivekananda's Ancestral House and Cultural Centre - Ramakrishna Mission Kolkata

Swami Vivekananda's Ancestral House and Cultural Centre - Ramakrishna Mission Kolkata -স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে

Swami Vivekananda's Ancestral House and Cultural Centre-Ramakrishna Mission Kolkata-স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে

উত্তর কলকাতা মানেই অন্যরকম ভালোলাগা।কখনো রাস্তা দিয়ে ট্রামের চলে যাওয়া তো কখনো টানা রিক্সার টুং টুং আওয়াজ।সেদিন তাই দেখছিলাম এক মনে।এই রিক্সা আমাদের ঐতিহ্য।তবুও শুধু এই এলাকাতেই এখনও কিছু চলে।জানিনা এগুলোও হারিয়ে যাবে কিনা?কত পুরোনো ঐতিহ্য, ভালো লাগার জিনিসই তো হারিয়ে যাচ্ছে কালের স্রোতে।মিউজিয়াম খোলার কিছু আগেই পৌঁছেছিলাম।রাস্তার ওপর দাঁড়িয়ে তাই রাস্তার দিকে অপরাহ্নের আলোয় দৃশ্যগুলো  উদাস করছিল,ভাবাচ্ছিল বারবার। যাক সে কথা।বাড়িটির কথায় আসি।সেই উত্তর কলকাতার বিবেকানন্দ রোডে রাস্তার একদম ধারে অবস্থিত স্বামীজির এই পৈতৃক বাড়ি।জন্ম থেকে বড়ো হয়ে ওঠা এই দত্ত বাড়িতেই,যা সিমলা হাউস নামেও পরিচিত।বর্তমানে রামকৃষ্ণ মিশনের অধীনস্থ এটি একটি মিউজিয়াম ও কালচারাল সেন্টার,যার বিস্তৃতি ২২,০০০ বর্গফুট।রামকৃষ্ণ মিশনের প্রয়াসে ও সরকারের যৌথ উদ্যোগে পুরোনো সেই বাড়িটির কাঠামো হুবহু এক রেখে সংস্কার করা হয়েছে।বাড়িটির পরিচর্যা ও পরিচ্ছন্নতা সত্যি নজর কাড়বে।হুবহু একই ভাবে সাজানো রয়েছে সাদা রঙের বাড়িটির অন্দরমহলের ঘরগুলি,সেই পুরোনো আসবাব,লাল মেঝে,কাঠের করি বর্গা,লম্বা দালান,খড়খড়ি, গড়গড়া,কুস্তির নানা সরঞ্জাম,এঁকে বেঁকে অন্দর থেকে বাহির মহলে নেমে যাওয়া লাল রঙের সিঁড়ি।ঠাকুর দালান চত্বরের বিশালত্ব অবাক করেছিল আমায়।কি বিশাল।তাকে ঘিরে তিনদিকে ঘর,দোতলার সিঁড়ি,অন্দরের পথ।জগদ্ধাত্রী পুজো হতো জাঁকজমকপূর্ণ ভাবে এই অংশে।দোতলায় আছে স্বামীজির জন্মস্থানটি,যাকে বলে আঁতুড় ঘর।ঠিক তার নিচেই আছে  মন্দিরে জাগ্রত শিবলিঙ্গ,শুনলাম পুত্র কামনায় এই শিবলিঙ্গর নিত্য পুজো করতেন স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী।

Swami Vivekananda's Ancestral House and Cultural Centre - Ramakrishna Mission Kolkata -স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে

Swami Vivekananda's Ancestral House and Cultural Centre - Ramakrishna Mission Kolkata -স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে

বাড়িটির সামগ্রিক সাজসজ্জা অনায়াসে সেই অতীতে ফিরিয়ে নিয়ে যাবে।মা,ঠাকুমার ঘর ছাড়াও আছে অসংখ্য ঘর,যার প্রতিটিতেই ফুটিয়ে তোলা হয়েছে নিত্য দিনের বাড়ির স্বাভাবিক চিত্রগুলি।একটি ঘর জুড়ে আছে স্বামীজির বিভিন্ন বয়সের ছবি।স্বামীজির যে সব ঘটনার সাথে আমরা চির পরিচিত সেগুলোকেও মাটির মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।বাড়ির সামনের অংশে করা হয়েছে মিউজিয়াম ও লাইব্রেরী।সেটি যদিও বেশ অত্যাধুনিক প্রযুক্তিতে করা।মিউজিয়ামের মধ্যে দিয়েই বাড়ির ভিতরে প্রবেশের পথ।বিশেষ ভাবে উল্লেখ করবো একটি 3Dশোর কথা যেখানে স্বামীজির আমেরিকা যাত্রা ও শিকাগো সম্মেলনকে খুবই সুন্দর ভাবে বাস্তবায়িত করা হয়েছে।আর দুঃখের কথা হল ফোনের ব্যাবহারই নিষিদ্ধ,ছবি তোলাতো দূর।তাই ছবি তো দেখাতে পারলাম না আপনাদের, মানস চক্ষু দিয়ে যা দেখেছিলাম বর্ণনা করলাম আপনাদের।

Swami Vivekananda's Ancestral House and Cultural Centre - Ramakrishna Mission Kolkata -স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে

প্রবেশ মূল্য:৩০টাকা(3Dশো ধরে) ।

সোমবার বাদে রোজ খোলা পাবেন।সকাল ১০টা থেকে ১২টা,২টো থেকে ৫টা।

Address: 105, Vivekananda Rd, Manicktala, Azad Hind Bag, Kolkata, West Bengal 700006

মন্তব্যসমূহ

Popular Posts

Rani Rashmoni Ghat Halisahar | Fuchka Gram | Dayouting Near Ganges | Weekend Tours Near Kolkata

Gobardanga Prasannamoyee Kali Mandir-Gobardanga Kalibari

চকদীঘি বাগানবাটি | Chakdighi Baganbati | Chakdighi Rajbari | Day Tour | Shooting Locations

Gobardanga Jamidar Bari-Prasannamoyee Kali Mandir-Gobardanga Kalibari