চকদীঘি বাগানবাটি | Chakdighi Baganbati | Chakdighi Rajbari | Day Tour | Shooting Locations

চকদীঘি বাগানবাটি | Chakdighi Baganbati | Chakdighi Rajbari | Day Tour | Shooting Locations

এই সেই চকদীঘি বাগানবাটি।

বাড়িটা আপনাদের অনেকেরই পরিচিত সিনেমাসূত্রে।নিখিলেশ বিমলা অর্থাৎ সত্যজিৎ রায় পরিচালিত 'ঘরে বাইরে' পুরো শুটিংই এই বাড়ি জুড়ে। চকদিঘী রাজবাড়িও বলে থাকে কেউ কেউ। নিছক বাগানবাটি ভাবলে ভুল ভাবা হবে।এই বাড়ির সাথে যুক্ত আছে বিদ্যাসাগর,লর্ড কার্জন,সত্যজিৎ রায়,সলমন রুশদি সহ বহু মহান ব্যাক্তিত্বের স্মৃতি।বাড়িটির গঠন তাক লাগায় নিশ্চিত।তাই হয়তো সত্যজিৎ রায়ের এই বাড়িই পছন্দ হয়েছিল।সৌমিত্র চট্টোপাধ্যায় হোক বা বর্তমানের দেব অভিনীত 'গোলন্দাজ' বা 'রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন নি' তে মুস্কান জেভিরির বাড়ি বা 'তানসেনের তানপুরা'। চারিদিকে গাছগাছলা পরিবেষ্টিত প্রকান্ড মাঠের মধ্যে প্রাসাদসম এই বাড়ি দাঁড়িয়ে।৬টি প্রকান্ড করনিথিয়ান স্তম্ভযুক্ত এই বৈঠকখানাটি বানানো হয়েছিল ফরাসি স্থপতি দ্বারা।বাড়িটির সামনে প্রকাণ্ড গাড়ি বারান্দা। বাড়িটির সামনে প্রকাণ্ড মাঠের মধ্যে সেই অষ্টভূজাকৃতি ফোয়ারাটি যা আজ আর প্রাণোচ্ছল নয় বরং বর্তমানে গোল করে সেই ফোয়ারাকে ঘিরে বিকেল বেলার স্থানীয়দের গোল বৈঠকের জায়গা বা ঘুরতে যাওয়া দর্শকদের ছবি তোলা বা আমার মত পুরোনো হারানো স্থাপত্যের প্রতি কিঞ্চিৎ ভালোলাগা থাকলে সেই ফোয়ারার ধারে বসে বাড়িটার দিকে তাকিয়ে থাকা।নিশ্চুপ অতীতের সাক্ষী হয়ে বর্তমানকে সে বয়ে নিয়ে যাচ্ছে।

চকদীঘি বাগানবাটি | Chakdighi Baganbati | Chakdighi Rajbari | Day Tour | Shooting Locations

বাড়িটি ৩৫০ বছর আগে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তৈরি হয়। ৯৯ বিঘা জমি নিয়ে বিস্তৃত এই এলাকায় আছে বৈঠকখানা,অন্দর মহল,যাত্রা মহল,কাছারি বাড়ি,দুর্গা দালান ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের স্মৃতি বিজড়িত বাড়িটিও।এই বাড়ির সারদাপ্রসাদ সিংহের সময় পরিবারের খ্যাতি শীর্ষে ওঠে।চকদিঘীর বহু জনহিতকর কাজের প্রাণপুরুষ তিনি।অনেকেরই অজানা যে বিদ্যাসাগর মহাশয়ের সমাজ সংস্কার মূলক কাজে তিনি ছিলেন সব সময়ের সঙ্গী।সেই মিত্রতার সূত্রেই এই বাড়িতে বিদ্যাসাগর মহাশয়ের আসাযাওয়া, থাকা।তাঁর জন্য ছিল একটা আলাদা বাড়ি,যেটা আজও গেলে চোখে পড়বে। তাঁরই উৎসাহে বাড়ির ভিতর গড়ে তোলা হয়েছিল বিশাল সংগ্রহের একটি লাইব্রেরী।অন্যদিকে লর্ড কার্জনও প্রায়ই এখানের খোলামেলা পরিবেশে এসে দিন কাটাতে ভালোবাসতেন,আছে দোতলায় তাঁর সেই ঘরটিও।

চকদীঘি বাগানবাটি | Chakdighi Baganbati | Chakdighi Rajbari | Day Tour | Shooting Locations

এবার চলুন ভিডিওর মাধ্যমে ঘুরে আসি চকদিঘী থেকে..সাথে জেনে নিই বাড়ির ইতিহাস সহ আরও কিছু অজানা কথা 👇👇

মন্তব্যসমূহ

Popular Posts

Rani Rashmoni Ghat Halisahar | Fuchka Gram | Dayouting Near Ganges | Weekend Tours Near Kolkata

Top 10 Rajbari near Kolkata-Zamindar Houses in Bengal-Heritage Home Stay-Dayout Plan-Weekend Tour

Chatu Babu Latu Babur Bari - Bonedi Barir Durga Puja

Sonajhuri Haat-Khoai Mela-Baul Gaan-Santiniketan