Chandni Jaltungi Burdwan | Budget Village Resort Near Kolkata | Weekend Destination | Cheap Tour

Chandni Jaltungi Burdwan | Weekend Destination | Budget Village Resort Near Kolkata | Cheap Tour

আমরা বেড়াতে ভালোবাসি। এতদিনে যারা আমাকে চিনেছেন সেটা বুঝেই গেছেন নিশ্চই। আর সেই বেড়ানোয় যদি থাকে ইতিহাসের ছোঁয়া তাহলে সেই খুশির মাত্রা দ্বিগুণ বেড়ে যায়। কৌশিক ছবি তুলতে আর আমি ইতিহাস খুঁজতে মাঝে মাঝেই বেরিয়ে পড়ি এদিক ওদিক। ছবিগুলো দেখে ত্রিপুরার নীর মহল বা রাজস্থানের কথা মনে হচ্ছে নিশ্চই! তবে এবার বেশি দূরে নয় ঘুরে এলাম পূর্ব বর্ধমানের দিগনগর গ্রাম থেকে ওনাদের আমন্ত্রণে নতুন এই জায়গাটিকে আপনাদের সামনে তুলে ধরার জন্য।

Chandni Jaltungi Burdwan | Weekend Destination | Budget Village Resort Near Kolkata | Cheap Tour

বর্ধমান মানেই ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে। আর এই ইতিহাস রচনা করেছিলেন কীর্তিচাঁদ রায়।জগৎরামের মৃত্যুর পর তাঁর জ্যেষ্ঠপুত্র কীর্তিচাঁদ রায় উত্তরাধিকার সূত্রে বর্ধমানের জমিদারি লাভ করেন।সাহসী ও কূটবুদ্ধি সম্পন্ন কীর্তি চাঁদের সঙ্গে মুর্শিদকুলী খাঁরও বিশেষ সৌহার্দ্য ছিল। পিতার মৃত্যুর প্রায় এক বছরের মধ্যেই সম্রাট ঔরঙ্গজেবের দেওয়া অস্থায়ী সনদ অনুযায়ী তিনি ছিলেন ৪১ মহলের জমিদার ও চৌধুরাই খেতাব প্রাপ্ত।

Chandni Jaltungi Burdwan | Weekend Destination | Budget Village Resort Near Kolkata | Cheap Tour

সিন্ধপ্রদেশের রাজকন্যা রাজরাজেশ্বরী দেবীর সাথে কীর্তিচাঁদের বিবাহ হয়।রাণীমা বঙ্গ দেশে আসার পর তাঁর সিন্ধপ্রদেশের সাথে কোনোকিছুই এ বঙ্গের মিল পেতেন না।মনমরা রাণীকে খুশি  করতে রাজামশাই বানিয়ে ফেললেন একটা রাজপুতানা এই বর্ধমানেই, তৈরি হল চাঁদনী জলটুঙ্গী। ঠিক যেন একটুকরো রাজস্থান বর্ধমানে।স্থাপত্যে রাজার শিল্পী মনোভাব সুস্পষ্ট।চাঁদনী রাতে এখানে বেজে উঠত হয়তো বা রাজা রানীর পছন্দের গান।এর আশেপাশে রাজবাড়িও ছিল একসময়। আজ আর নেই।

Chandni Jaltungi Burdwan | Weekend Destination | Budget Village Resort Near Kolkata | Cheap Tour

তবে আজ এখানে গড়ে উঠেছে নতুন পর্যটক আবাস।নতুন নতুন জায়গায় ঘুরতে ভালোবাসা মানুষের কাছে এটা আনন্দেরই।একেবারে গ্রাম্য পরিবেশে কোলাহল মুক্ত ছুটি কাটাতে চাইলে এখানে যেতেই পারেন।আশপাশ ঘুরে দেখার মত সুন্দর জিনিসের অভাব নেই।

Chandni Jaltungi Burdwan | Weekend Destination | Budget Village Resort Near Kolkata | Cheap Tour

এবার জায়গাটা ঘুরে ঘুরে দেখতে ইচ্ছা হলে আমার করা ভিডিওটা দেখতে পারেন। যারা যেতে চাইবেন তাদের ধারণাও আরো পরিষ্কার হবে।আর বুকিং নম্বর,কিভাবে যাবেন,থাকা, রাজকীয় খাওয়া সবই বলা আছে ভিডিওতে।সাথে জেনে নিই বাড়ির ইতিহাস সহ আরও কিছু অজানা কথা 👇👇

Place : Dignagar, Aushgram, Purba Burdwan - 713128

Booking No : +91 9748411871

Check in: 12:00 PM - Check Out: 11:00 AM

Double Bed cottages (Non-AC) : Rs.2000 + 05% GST

Double Bed cottages (AC) : Rs.2500 + 05% GST

Four Bed room (Non-AC) : Rs.3000 + 05% GST

Four Bed room (AC) : Rs.3500 + 05% GST

Room Tariff includes Complimentary Breakfast

Food

Rs 700 per head ( Lunch ,Dinner,Evening snacks as shown in the video )

Rs.500 per head (4 Years to 10 Years)

মন্তব্যসমূহ

Popular Posts

Rani Rashmoni Ghat Halisahar | Fuchka Gram | Dayouting Near Ganges | Weekend Tours Near Kolkata

Top 10 Rajbari near Kolkata-Zamindar Houses in Bengal-Heritage Home Stay-Dayout Plan-Weekend Tour

Chatu Babu Latu Babur Bari - Bonedi Barir Durga Puja

Sonajhuri Haat-Khoai Mela-Baul Gaan-Santiniketan