Dasghara Jamidar Bari | Hooghly Heritage | Bonedi Barir Durga Puja | Terracotta Temple | 1 Day Tour | Shooting Location
হুগলি জেলার তারকেশ্বরের অদূরেই এই দশঘরা।রাজ্যের ইতিহাসে যা টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত।শুধু তাই নয় ঐতিহাসিক প্রাচীন জনপদ এই দশঘরা। নামটা শুনলেই কেমন যেনো মোহর ভর্তি ঘড়ার কথা মনে পরে,তাই না? লোক মুখেও সে কথা ঘোরে।মোঘল আক্রমণ থেকে ঘড়া ঘড়া মোহর,ধনসম্পদ লুকানো হয়েছিল দীঘির ভিতর।সেই থেকে ডুব দিয়েছে কত লোকে সেই গুপ্তধনের সন্ধানে।এরকম গুপ্তধন খুঁজলে হয়তো অনেক জমিদারিতেই পাওয়া যেতে পারে।তবে পার্থিব ধণ সম্পদকে বাদ দিলে দশঘরা কিন্তু টেরাকোটা মন্দির তার জমিদার বাড়িগুলোর জৌলুসে অনেক ধনী সেই শুরু থেকে আজ অবধি। মন্দিরটির কারুকার্য দেখলে মুগ্ধ হবেন।
এই গ্রামের সৌন্দর্য পরিচালকদের চোখ এড়ায় নি কোনোদিনই। তাই বাঞ্ছারামের বাগান হোক বা ঋতুপর্ণ ঘোষের বাড়িওয়ালি বা গোলন্দাজ, আরও অনেক আছে, মেগা সিরিয়াল গৌরী এলোর শুটিং সারা হয়েছিল এখানেই । আরো বহু সিনেমার সাক্ষী এই বাড়ি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any query, please let me know.