Iskcon Temple Newtown Kolkata | Places To Visit Near Kolkata | Newtown Iskcon Mandir Like Mayapur | নিউ টাউনে মায়াপুরের ইস্কন মন্দির

Iskcon Temple Newtown Kolkata | Places To Visit Near Kolkata | Newtown Iskcon Mandir Like Mayapur | নিউ টাউনে মায়াপুরের ইস্কন মন্দির

কোলকাতার নতুন আকর্ষণ

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ....কৃষ্ণ প্রেম,কৃষ্ণ ভক্তিতে প্লাবিত হওয়া দেশ বিদেশের অগণিত ভক্তদের প্রিয় নাম ইস্কন।আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ISKON) হলো গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান।১৯৬৬ সালে নিউইয়র্ক শহরে অভয়াচরনারবিন্দ স্বামী প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এ হেন দেশ নেই যেখানে ইস্কনের মন্দির নেই,কোথাও বা আছে একাধিক।

ইস্কন বলতেই মায়াপুরের কথা মনে পড়লেও আমাদের কোলকাতা কিন্তু ইস্কনপ্রেমীদের কাছে বিশেষ ভূমিকা রাখে।ইসকনের প্রতিষ্ঠাতা বলুন বা হরে কৃষ্ণ মুভমেন্টের উদ্যোক্তার জন্ম এই কোলকাতাতেই ১৮৯৬ সালের ১লা সেপ্টেম্বর।৮১ বছর বয়সে ১৯৭৭ সালের ১৪ই  নভেম্বর তার দেহাবসান হয়বৃন্দাবনধামে তাঁর সমাধি মূর্তি রয়েছে।কোলকাতার মিন্টোপার্কের কাছে বা অন্যান্য যায়গায় ইস্কনের মন্দির থাকলেও নবতম ইস্কন মন্দির হলো সাপুর্জিতে।শুধু নতুনই নয় এই ইস্কন হতে চলেছে কোলকাতার সর্ববৃহৎ মন্দির তো বটেই, হয়ে উঠবে মায়াপুরের সমতুল্য। 

Iskcon Temple Newtown Kolkata | Places To Visit Near Kolkata | Newtown Iskcon Mandir Like Mayapur | নিউ টাউনে মায়াপুরের ইস্কন মন্দির

খোলা মেলা শান্ত পরিবেশে ভোগ প্রসাদের পবিত্রতা হোক বা সন্ধ্যা আরতি সব কিছুই মন ছুঁয়ে যাবে আপনার। রাজারহাটের নতুনত্বর তালিকায় আরও একটি সংযোজন এই ইস্কনের মন্দির। যারা বয়স্ক মানুষদের নিয়ে কাছেপিঠে সপ্তাহান্তে কোথায় যাওয়া যায় খোঁজেন তাদের জন্য এই জায়গাটি হতে চলেছে অন্যতম সেরা গন্তব্য।আছে একটি সুবেনিয়ার শপও।এখানে ও আছে বিরাট গোশালা,আছে একটি গুরুকুলও,যেখানে অনাথ শিশুদের পড়াশোনার ভার নেওয়া হয়।অতি স্বল্প মূল্যের বিনিময়ে এখানে পাওয়া যায় ভোগ প্রসাদ। সকাল ও রাতের ভোগের কুপন মূল্য ৪০ টাকা আর মাত্র ৬০ টাকার বিনিময়ে আছে রাতের ভোগের সুব্যাবস্থা। বিশেষ বিশেষ দিনে থাকে অতিরিক্ত পরিষেবা।

Iskcon Temple Newtown Kolkata | Places To Visit Near Kolkata | Newtown Iskcon Mandir Like Mayapur | নিউ টাউনে মায়াপুরের ইস্কন মন্দির

যেকোনো বৈষ্ণবীয় অনুষ্ঠান মহা সমারোহে পালন করা হয় যেমন জন্মাষ্টমী,রাধাঅষ্টমী, গৌরপূর্ণিমা,রথযাত্রা।আপনারাও আপনাদের বিশেষ দিনে আনন্দ ভাগ করে নিতে পারেন এদের সাথে,দান বা ভোগ প্রসাদের দায়িত্ব দিতে পারেন, নিজের হাতে বিতরণও করতে পারেন।

কিভাবে যাবেন: রবীন্দ্রতীর্থর পাশ দিয়ে যে রাস্তা সাপুর্জি যাচ্ছে সেটা ধরেই গাড়িতে বা KB16 বা সাপু্র্জিগামী যেকোনো বাসে বা অটোতে পৌঁছতে পারেন অনায়াসে।

কিভাবে যাবেন সহ,কখন খোলা এ জাতীয় নানান অজানা তথ্য নিয়ে রইলো নিচের ভিডিওটা👇👇

মন্তব্যসমূহ

Popular Posts

Rani Rashmoni Ghat Halisahar | Fuchka Gram | Dayouting Near Ganges | Weekend Tours Near Kolkata

Top 10 Rajbari near Kolkata-Zamindar Houses in Bengal-Heritage Home Stay-Dayout Plan-Weekend Tour

Chatu Babu Latu Babur Bari - Bonedi Barir Durga Puja

Sonajhuri Haat-Khoai Mela-Baul Gaan-Santiniketan