St. Bartholomew's Cathedral-Barrackpore


St. Bartholomew's Cathedral-Barrackpore Cathedral

St. Bartholomew's Cathedral-Barrackpore Cathedral

চেনা ব্যান্ডেল চার্চ বা সেন্ট পল্ ক্যাথিড্রাল নয়।এটি ব্যারাকপুরের St. Bartholomew's Cathedral।এর শান্ত স্নিগ্ধ  গাছগাছালি ময় পরিবেশ মন ছুঁয়ে গেছিলো আমার।চেনা কোলাহল পূর্ণ ব্যস্ত ব্যারাকপুরের অন্য প্রান্ত যেনো।ব্রিটিশ ব্যারাক।নিয়ে যায় সেই ব্রিটিশ পিরিয়ডে।


ব্যারাকপুরই হলো ব্রিটিশ পিরিয়ডের প্রথম ব্যারাক,যা ১৭৭২ সালে প্রথম স্থাপিত হয়।তাইতো ব্যারাকপুর।তাই ব্রিটিশ পিরিয়ডে ব্যারাকপুরের আলাদা মর্যাদাই ছিল।ক্যান্টনমেন্ট এলাকা গড়ে উঠেছিল অফিসসহ উচ্চপদস্থ ব্রিটিশ কর্মচারীদের গথিক স্টাইলের বাগান বেষ্টিত বাংলো, যার পাশে বয়ে যেত হুগলী নদী,স্কুল।তখনই বাসস্থানের সাথে প্রয়োজন হয়ে পড়ল প্রার্থনা গৃহের।সেই উদ্দেশ্যেই এই ক্যাথিড্রাল নির্মাণ করা হয় ১৮৪৭ সালে,গথিক স্থাপত্যের কারুকার্যে। নিয়মিত উপাসনা গৃহে শুরু হল গোরা সাহেবদের আনাগোনা।এই চার্চ টি Garrison Church নামেও পরিচিত।


ব্রিটেনের বহু ক্যাথিড্রাল এর সাথে এই ক্যাথিড্রাল এর বেশ মিল পাওয়া যায়।হওয়ারই তো কথা,দুটোরই নির্মাতা যেহেতু ব্রিটিশ।সেই সময় শুধু ইংরেজদের আনাগোনা থাকলেও আজ সকলেরই অবাধ প্রবেশ।ভালো লাগবে এখানকার শান্ত,সবুজ পরিবেশ।বছরের শেষে বড় দিনের আশেপাশে সুন্দর ভাবে সেজে ওঠে এই ক্যাথিড্রাল।

মন্তব্যসমূহ

Popular Posts

Gobardanga Prasannamoyee Kali Mandir-Gobardanga Kalibari

Rani Rashmoni Ghat Halisahar | Fuchka Gram | Dayouting Near Ganges | Weekend Tours Near Kolkata

চকদীঘি বাগানবাটি | Chakdighi Baganbati | Chakdighi Rajbari | Day Tour | Shooting Locations

Top 10 Rajbari near Kolkata-Zamindar Houses in Bengal-Heritage Home Stay-Dayout Plan-Weekend Tour