Chatu Babu Latu Babur Bari - Bonedi Barir Durga Puja

Chatu Babu Latu Babur Bari-Bonedi Barir Durga Puja-Ramdulal Nibas বিডন স্ট্রীটের এই বাড়িটি কলকাতার অন্যতম ঐতিহ্য।রাস্তার একদম ওপরেই দাঁড়িয়ে থাকা এই বাড়িতে জড়িয়ে আছে অনেক ইতিহাস। রামদুলাল দে (দে সরকার) হলেন এই বাড়ির প্রতিষ্ঠাতা। রামদুলাল দে ছিলেন বাংলার প্রথম কোটিপতি । যদিও পরবরতীকালে এই বাড়ি ছাতু বাবু - লাটু বাবুর বাড়ি হিসাবে বেশি পরিচিত আজ। ছাতু বাবু - লাটু বাবুর বাজার, লেন এসব হয়ত আপনাদের জানা। বিডন স্ট্রীটের ও হরি ঘোষ স্ট্রীট এই দুই রাস্তার সংযোগস্থলে ছাতু বাবু ও লাটুবাবুর বাজার বসে।আয়তনে বাজারটি বেশ বড়।বাজারের শেষে এই বাড়ি।যার ঠাকুরদালানে পুজো অনুষ্ঠিত হয়। কিন্তু এবাড়ির কৃতিত্ব কিন্তু এনাদের না,এনাদের বাবা রামদুলাল দে(দে সরকার) মহাশয়ের। তাই ওনার ইতিহাস না জানালে এই বাড়িকে জানানো সম্ভব নয় বলে আমি মনে করি। You can enjoy Bonedi Puja Parikrama near Kolkata with history: You can also visit : Top 50 Bonedi Barir Durga Pujo , Sovabazar Rajbari Durga Puja , Kolkata Heritage Buildings রামমদুলাল দে কে ইন্দো-আমেরিকান ব্যবসার পথিকৃৎ বলা চলে।ইনি ছিলেন প্রথম আধ