Sarnath-History-Architecture-Buddha Speech

Sarnath-History-Architecture-Buddha Speech সারনাথের বৌদ্ধ মাহাত্ম্য বুদ্ধং শরণম্ গচ্ছামি ধর্মং শরণম্ গচ্ছামি সংঘম শরণম্ গচ্ছামি একসময় বিদ্যালয়ে আমরা সবাই এগুলো পড়েছি,অষ্টাঙ্গিক মার্গ তো ইতিহাস পরীক্ষায় টীকার মধ্যে অন্যতম ছিল।এই ইতিহাসের সাথে জড়িত যে মহান নামটি সেই বুদ্ধদেব এর আজ জন্মতিথি,আজ বুদ্ধপূর্ণিমা। কমবেশি সবাই জানি আজ বুদ্ধ পূর্ণিমা।কিন্তু গৌতম বুদ্ধর সাথে,এই ধর্মের সাথে ওতপ্রোত ভাবে জড়িত যে স্থানটির নাম সেটি হলো সারনাথ।অনেকেই আমরা হয়তো জানি না এই স্থানটির মাহাত্ম।আমিও জানতাম না সেই অর্থে যতক্ষণ না ওই স্থানে গিয়ে পৌঁছই। You can experience Lucknow Tour, Food, Shopping here - নেপাল থেকে নিজের সর্বস্ব ছেড়ে গৌতম বুদ্ধ ভারতে এসেছিলেন।তারপর বিভিন্ন ভাবে নির্বাণ লাভের চেষ্টায় মগ্ন থেকে তিনি নির্বাণ লাভ করেছিলেন,পরবর্তীতে তিনি আসেন সারনাথে।সারনাথ উত্তরপ্রদেশের অন্তর্গত বারাণসীর খুবই কাছে অবস্থিত।এই সারনাথেই তিনি প্রথম ৫জন শিষ্যের মধ্যে নিজের মতকে প্রচার করেন। সেই প্রথম বৌদ্ধ সংঘ গড়ে ওঠে।সেই সময় সারনাথের এই স্থান ছিল হরিণে ভরপুর একট...