Bawali Rajbari-Royal Heritage Stay-Booking Tariff Food

Bawali Rajbari-Royal Heritage Stay-Booking Tariff Food ফিরে গেলাম ৩০০ বছর আগে।দোতলার গোটা বারান্দা জুড়েই খানিকটা নেমে এসেছে কাপড়ের কুচি আবরণ স্বরূপ,সেই দিকে চোখ পড়তেই যেনো ভেসে উঠলো নানান দৃশ্য,ওই বুঝি প্রবীণ জমিদার আরাম কেদারায় বসে গড়গড়া টানছেন,পাশে গিন্নিমা পান সাজছেন আর পায়ের কাছে বসে তার বিশ্বস্ত চাকর।অন্যদিকে অন্দরমহলে কেউ পাখিকে খেতে দিচ্ছেন তো কেউ বা আলতা পড়ছেন।বাড়িময় লোকজনের হাঁটাহাঁটি,দোতলায় খড়খড়ি, চীকের আড়াল থেকে মেয়ে বউদের নিচে উঁকিঝুঁকি।কল্পনা হলেও ওই মুহূর্তে ওই বাড়িতে দাঁড়িয়ে এই অনুভূতি হওয়াটাই স্বাভাবিক। জমিদারি প্রথা শেষ হয়ে গেলেও কোথাও কোথাও তার ছাপ থেকে যায় সুস্পষ্ট।আর ভাগ্যিস আছে তাই অতীতকে আমরা বর্তমানে দাঁড়িয়েও দেখতে পাই।ছোটবেলা থেকেই এই বাড়িগুলোর প্রতি আমার ভালোলাগা ছিল একটু বেশিমাত্রায়।এই ভালো লাগাকে পাথেয় করে গেছি এমন অনেক বাড়ি আর তাদের মধ্যে অন্যতম এই বাওয়ালি রাজবাড়ি। যা ছিল কালকের মন্ডল ম্যানসন তা আজকের বাওয়ালি রাজবাড়ি।প্রাচীন বাড়িগুলোতেও কিভাবে রন্ধ্রে রন্ধ্রে আধুনিকতাকে প্রবেশ করানো যায় তাও জমিদারি আভিজাত্যকে বজায় রেখে সে