Garalgacha Jamidar Bari-Garalgacha Babuder Bari-Bonedi Barir Pujo

Garalgacha Jamidar Bari-Garalgacha Babuder Bari-Bonedi Barir Pujo-Shooting Locations নিজের ভালোলাগাকে পাথেয় করে সেদিন পৌঁছে গেছিলাম গরলগাছা জমিদার বাড়িতে।এতদঞ্চলের লোকরা যদিও বাড়িটিকে বাবুদের বাড়ি হিসাবেই জানে।রাস্তা লাগোয়া ধবধবে সাদা বাড়িটির মূল ফটক দিয়ে ঢুকতেই মুহূর্তের জন্য থমকে দাঁড়ালাম,বাইরের মতই বাড়ির ভিতরও শ্বেতশুভ্র হওয়ার কথা ছিল।মুহূর্তেই আমার এ দ্বন্দ্ব দূর করে দিলেন বাড়ির কেয়ার টেকার অমর নাথ ধারা মহাশয়।কাজল আগরওয়াল অভিনীত দক্ষিণী সিনেমার দীর্ঘ শুটিংয়ের প্রয়োজনে বাড়ির রঙের এহেন পরিবর্তন।পরিবর্তনে সৌন্দর্য্য বেড়েছে বই কমেনি একটুও। বাড়ির মূল সৌন্দর্য্য এ বাড়ির ঠাকুর দালানে।দেউড়ি দিয়ে ঢুকে সোজা এই ঠাকুর দালান।লাল সিড়ি পেরিয়ে উঠে দীর্ঘ ঠাকুর দালানের সাদা কালো মেঝে,ওপরে ঝাড়বাতি,পুজোর দিন গুলো বাদ দিলেও সমান প্রনম্য এই নজরকাড়া ঠাকুর দালান,যেখানে দাঁড়িয়ে চৌকাকার বাড়িটির খিলান,খিড়কি,দালানসহ দোতলা থেকে একতলা অনায়াসেই নজরে পড়ে।দোতলায় থাকা বড়ো বৈঠক খানাটি যেমন বড়ো তেমনই সাবেকি। সাবেকিআনার ছোঁয়া বাড়ির দোতলার বারান্দা জুড়েও।চৌককার এই বা