Swami Vivekananda's Ancestral House and Cultural Centre - Ramakrishna Mission Kolkata
Swami Vivekananda's Ancestral House and Cultural Centre-Ramakrishna Mission Kolkata-স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে উত্তর কলকাতা মানেই অন্যরকম ভালোলাগা।কখনো রাস্তা দিয়ে ট্রামের চলে যাওয়া তো কখনো টানা রিক্সার টুং টুং আওয়াজ।সেদিন তাই দেখছিলাম এক মনে।এই রিক্সা আমাদের ঐতিহ্য।তবুও শুধু এই এলাকাতেই এখনও কিছু চলে।জানিনা এগুলোও হারিয়ে যাবে কিনা?কত পুরোনো ঐতিহ্য, ভালো লাগার জিনিসই তো হারিয়ে যাচ্ছে কালের স্রোতে।মিউজিয়াম খোলার কিছু আগেই পৌঁছেছিলাম।রাস্তার ওপর দাঁড়িয়ে তাই রাস্তার দিকে অপরাহ্নের আলোয় দৃশ্যগুলো উদাস করছিল,ভাবাচ্ছিল বারবার। যাক সে কথা।বাড়িটির কথায় আসি।সেই উত্তর কলকাতার বিবেকানন্দ রোডে রাস্তার একদম ধারে অবস্থিত স্বামীজির এই পৈতৃক বাড়ি।জন্ম থেকে বড়ো হয়ে ওঠা এই দত্ত বাড়িতেই,যা সিমলা হাউস নামেও পরিচিত।বর্তমানে রামকৃষ্ণ মিশনের অধীনস্থ এটি একটি মিউজিয়াম ও কালচারাল সেন্টার,যার বিস্তৃতি ২২,০০০ বর্গফুট।রামকৃষ্ণ মিশনের প্রয়াসে ও সরকারের যৌথ উদ্যোগে পুরোনো সেই বাড়িটির কাঠামো হুবহু এক রেখে সংস্কার করা হয়েছে।বাড়িটির পরিচর্যা ও পরিচ্ছন্নতা সত্যি নজর কাড়বে।হুবহু একই ভাবে সা