Rani Rashmoni Ghat Halisahar | Fuchka Gram | Dayouting Near Ganges | Weekend Tours Near Kolkata
এ যেনো অবিকল দক্ষিণেশ্বর মন্দির গঙ্গা নদীর সন্নিহিত খোলামেলা গ্রাম্য পরিবেশে গড়ে তোলা এই মন্দিরের সাথে যুক্ত আছে রাণী রাসমণি দেবীর যোগসূত্র। জড়িয়ে আছে ওনার শৈশব স্মৃতি।এটিই ছিলো ওনার জন্মস্থান। ১৭৯৩ সালের ২৮শে সেপ্টেম্বর হালিশহর ও কাঁচরাপাড়া সংলগ্ন তৎকালীন কোণা গ্রামে তার জন্ম হয়েছিল। তাঁরই নামানুসারে হালিশহর ও কাঁচরাপাড়ার মাঝামাঝি বাগমোড়ের অনতিদূরে অবস্থিত এই রাণী রাসমণি ঘাট ও মা কালীর মন্দির । এই ঘাটেই ছিল রাসমণি দেবীর নিত্য যাতায়াত ও স্নান। মন্দির লাগোয়া আছে আরো কয়েকটি শিব মন্দির ও বেলুড় মঠের আদলের আরো একটি মন্দির। ১ লা জানুয়ারি কল্পতরু মেলায় এখানে হাজির হন হাজার হাজার মানুষ। মন্দিরে নিত্য পুজো , সন্ধ্যারতি অনুষ্ঠিত হয়। এছাড়া আছে দুপুরে ভোগ প্রসাদের সব ব্যাবস্থা। এর সাথে উপরি পাওনা থাকছে গঙ্গাবক্ষে নৌকায় ভ্রমন ও ফেরার পথে ফুচকা গ্রাম ঘুরে দেখা। ফুচকা প্রেমীদের জন্য এর চেয়ে সুখবর কি বা হতে পারে। ফুচকার যে এতো রকমের প্রকারভেদ হতে পারে তা এখানে না এলে আপনি জানতেও পারবেন না। যেমন ধরুন চিকেন, চিংড়ি, মাছ, আইসক্রিম, চকোলেট,দই বা মাটন ফুচকা। অবাক লাগছে অবশ্যই। এটুকু বল