Flag Staff House-Raj Bhavan-Barrackpore
Flag Staff House-Raj Bhavan-Barrackpore আমাদের চেনা, আধুনিক ব্যারাকপুরের আড়ালেও আর একটা ব্যারাকপুর আছে আজও যেখানে ইতিহাস কথা বলে।সেই ব্রিটিশরাজ আজ হয়ত নেই,নেই সেই ব্যারাকও কিন্তু স্থাপত্যের নিদর্শন তো আজও সেই অতীতের সাক্ষী হয়ে থেকে গেছে। সুন্দর ক্লাসিক এই ম্যানসনটি ফ্ল্যাগ স্টাফ হাউস বলে পরিচিত ছিল।ব্রিটিশ পিরিয়ডে এটি ছিল গভর্নর জেনারেলের প্রাইভেট সেক্রেটারির বাসভবন।স্বাধীনতা পরবর্তীতে এই ফ্ল্যাগ স্টাফ হাউসটিকে স্টেট গভর্নমেন্টকে হস্তান্তরিত করা হয় ও বর্তমানে এটি গভর্নরের ব্যারাকপুরের বাসভবন।বাড়িটির একেবারে গা লাগোয়া গঙ্গা বয়ে চলেছে, গাছগাছালি পরিপূর্ণ পরিবেশ, পাখির কলকাকলি,গঙ্গার উন্মুক্ত বাতাস ভরে তুলেছে এই বাড়ির পরিবেশ। শুধু গভর্নরের হাউস ছাড়াও এই বাড়িটির আরও একটি মাহাত্ম্য আছে,এই বাড়িটিতে রয়েছে ১২টি স্ট্যাচু,যার ১১টি ব্রোঞ্জের ও ১টি মার্বেলের।এক কথায়, যে স্ট্যাচুগুলোর ঐতিহাসিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম।১৯৬৯ সালে কলকাতার বিভিন্ন স্থান থেকে এই স্ট্যাচুগুলি নিয়ে এসে বাড়ির পিছনে বাগান চত্বরে বসানো হয়েছিল।লর্ড কার্জন থেকে শুরু করে লর্ড ক্যানিং,লর্ড মিন্টো,লর্ড মায়ো,...