Serampore Rajbari-Serampore Goswami Bari-Bonedi Barir Durga Pujo-Photoshoot Places near Kolkata
Serampore Rajbari-Serampore Goswami Bari-Bonedi Barir Durga Pujo-Photoshoot Places near Kolkata-Hooghly Heritage রাজবাড়ি,বনেদি বাড়ি বা পুরোনো স্থাপত্যের প্রতি ভালোবাসা থেকে এই বাড়িগুলোতে আমার যাতায়াত বহুদিনের। "ভূতের ভবিষ্যৎ" সিনেমার শুটিং স্পট যখন শুনেছিলাম শ্রীরামপুর রাজবাড়ি তখন থেকেই এই রাজবাড়ির সুউচ্চ থাম গুলো যেনো আমায় হাতছানি দিত।তবে এটাও ঠিক সিনেমাটোগ্রাফির এডিটিংয়ের কারণে বাড়িগুলো আলাদা মাত্রা নেয়।সেই টানেই ঘুরে এলাম শ্রীরামপুর গোস্বামী বাড়ি নিজের চোখকে সার্থক করতে ও অবশ্যই ইতিহাস খুঁজতে।।পৌঁছে দেখলাম সত্যি কি বিশাল এই বাড়ি। ভূত থাকা কিন্তু অসম্ভব নয়।শ্রীরামপুর গোস্বামী পরিবারের সূত্রপাত হয় শ্রী রামগোবিন্দ আচার্য্য র হাত ধরে।নবাব তখন মুর্শিদকুলি খাঁ।নবদ্বীপ পাটুলীর বৈষ্ণব সমাজের পণ্ডিত ছিলেন রামগোবিন্দ আচার্য।তার পাণ্ডিত্য মুগ্ধ হয়ে পাটুলির রাজা তাকে গোস্বামী উপাধি দেন।রাজার অনুকম্পায় সস্ত্রীক গঙ্গাসাগরে তীর্থ যাত্রা করতে বেরিয়েছিলেন।সন্তানসম্ভবা স্ত্রী মনোরমা দেবীর পথে প্রসব যন্ত্রণা ওঠায় নৌকা ভেরানো হলো চাত্রা শ্রীপুর ঘাটে।সেদিনের সেই শ্রীপুরই আজক