Hetampur Rajbari-Ranjan Palace-Dubrajpur Birbhum
Hetampur Rajbari-Ranjan Palace-Dubrajpur Birbhum-Gupi Gayen Bagha Bayen Shooting Spot-Gosaipur Sargaram Shooting Spot শান্তিনিকেতনের টানে প্রতি বছরই কোনো না কোনো সময় হাজির হয়েই যাই লাল মাটির দেশে।যদিও দিন খুবই কম থাকে হাতে।আশপাশ ঘুরে আর খোয়াই হাটে অহেতুক বাটিকের সম্ভার কিনেই ফিরে আসি।কিন্তু সেবার মনস্থির করেই ছিলাম এবার চেনার গণ্ডি পেরিয়ে যাবো হেতমপুর।সেই উদ্দেশ্যই বোলপুর থেকে রওনা হয়েছিলাম।রাস্তার ওপর রাজবাড়ির প্রাচীন গেট।ঢুকেই বেশ কিছুটা হেঁটে যখন ঠিক সামনে উপস্থিত হলাম ঘাড় উঁচু করে দেখতে হলো রাজবাড়ির বিশালত্ব। You may like to watch Royal Heritage stay near Kolkata with detailed information - হেতমপুর রাজবাড়ি,যা রঞ্জন প্রাসাদ নামেও পরিচিত।উন্মুক্ত মাঠের ওপর হলুদ লালের এই অতিকায় প্রাসাদ কত উথ্থান পতন,ঝড়,জল,মহামারীর সাক্ষী স্বরূপ আজও দাঁড়িয়ে।বড়ো বড়ো পিলারের মজবুত ভিত,ইন্দো ইউরোপীয় স্থাপত্যর মিলমিশ,ইউরোপিয়ান স্টাইলের গেটে মুগ্ধ করবে আপনাকে।সামনে থেকে সুউচ্চ মজবুত পিলার সর্বস্ব স্থাপত্যই এই রাজবাড়ির নিজস্বতা। Twin Palace ও বলা হত তার স্থাপত্যের জন্য। বা