Dhanyakuria Gaine Garden | English Castle | Summer House | UNESCO Heritage | Future Plan
Dhanyakuria Gaine Garden | English Castle | Summer House | UNESCO Heritage | Future Plan | Ananya'r Sathe বাংলার ইংলিশ ক্যাসেল - ধান্যকুড়িয়া হেরিটেজ তকমা পেতে চলেছে ধান্যকুরিয়ার গাইন ক্যাসেল। হেরিটেজ কমিশনের কাজ শুরু হবে খুব শীঘ্রই,তেমনি শুনলাম গাইন বাড়ির বর্তমান প্রজন্ম ও আমার বিশেষ পরিচিত মনজিত গাইনের থেকে।এক কথায় গাইন ক্যাসেলই এই নামে পরিচিত। Watch Full Video here - প্রাসাদটি প্রথম দর্শনেই নিয়ে যায় যেন বিদেশের মাটিতে।এর মধ্যে রয়েছে মধ্যযুগীও ইওরোপীয় স্থাপত্যের ছোঁয়া।জন্ম নিয়েছে যেন রূপকথার গল্প।পাশ্চাত্য লোককাহিনীর বাস্তব জীবনের চিত্রের মত সজ্জিত উদ্যান,সামনে পুকুর।সেই পুকুরে স্বচ্ছ জলে প্রতিফলিত হতো পুরো বাগান বাড়ি।এখানে আপনি একদিনের জন্য রাপুঞ্জেল হতে পারেন বা স্নো হোয়াইট। ধান্যকুড়িয়ার এই বাড়িটি মহেন্দ্রনাথ গাইন তৈরি করিয়েছিলেন ইউরোপিয়ান স্টাইলে।বসতির জন্য নয়, এটা ছিল গাইনদের বাগান বাড়ি। ইংরাজীতে যাকে "Summer House" ও বলা চলে। অনেকে এই বাড়িকে " Disney Iconic Cinderella Castle in Bengal " বলেও আখ্যা দিয়েছেন। ৩০ একর জমির ওপর তৈর...