Surul Sarkar Jamidar Bari-Santiniketan
Surul Sarkar Jamidar Bari-Surul Boro Torof-Surul Rajbari শান্তিনিকেতনের সাথে বাঙালির প্রাণের টান।তাই হয়তো ছুটি পেলেই বাঙ্গালী ছুটে যেতে চায় লালমাটির দেশে কবিগুরুর পরম শান্তির আশ্রয় স্থলে।শান্তিনিকেতন এর ভালোলাগার সাথে জড়িত অনেক জিনিসের মাঝে আবিষ্কার করেছিলাম সুরুল সরকার বাড়িটিকে।যে বাড়ির সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল বেশ হৃদ্যতা। বিশ্ব ভারতী গড়ে ওঠার সময়ও যে বাড়ির ভূমিকা ছিল অনস্বীকার্য।শান্তিনিকেতনের অনতিদূরেই এই সুরুল সরকার বাড়ি অবস্থিত।আমরা তো বারেবারেই শান্তিনিকেতন যাই। Experience Surul Sarkar Jamidar Bari with detailed history - বিশ্বভারতী,খোয়াই,সোনাঝুরি,কঙ্কালীতলার পাশে পাশেই এই জমিদার বাড়িও কিন্তু দ্রষ্টব্য হয়ে উঠতেই পারে আমাদের। সুরুল পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর মহকুমার একটি গ্রাম।সুরুল্ অধিবাসীরা প্রথমদিকে ছিলেন বাগদি,বাউড়ি, হাড়ি ও ডোম বর্ণভুক্ত।আজ যদিও কালের স্রোতে ভেসে মিশ্র বর্ণের মানুষ বসবাস করেন এই অঞ্চলে।বাড়ির প্রতিষ্ঠাতা বংশের আদি পুরুষ ভারত চন্দ্র সরকার মহাশয়।পরে ব্রজবল্লভের তৃতীয় পুত্র শ্...