Humayun's Tomb-Bega Begum-UNESCO World Heritage Site
Humayun's Tomb-Bega Begum-UNESCO World Heritage Site-Places to visit in Delhi তাজমহলকে যদি আমরা ভালোবাসার নিদর্শন বলে আখ্যা দি,তবে হুমায়ুনের এই সমাধিটি কিন্তু সেই আখ্যা পেতে পারে অনায়াসেই।সব ভালোবাসা যদিও সমান ভাবে প্রচারের আলোয় আসে না। হুমায়ুন পত্নী স্বামীর মৃত্যুর পরে তার স্মৃতির উদ্দেশ্যে এই সমাধি তৈরি করিয়েছিলেন দিল্লিতেই, স্বামীকে ইতিহাসের পাতায় অমর করে রাখার ইচ্ছায়। তিনি দেখে না যেতে পারলেও তার সে ইচ্ছা পূর্ণ হয়েছিল,বর্তমানে এটি UNESCO WORLD Heritage Site বলে পরিগণিত।২৪.০৪ হেক্টর জমি নিয়ে তৈরী, যা শুধু দেশের মধ্যে না সারা বিশ্বের এটি অন্যতম দ্রষ্টব্য স্থল।ইতিহাসের সন ও তারিখ বলে মুঘল সম্রাট শাহজাহান তার পত্নীর প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ তাজমহল গড়েছিলেন ঠিকই কিন্তু সেটা তৈরির মূল ধারনায় ছিল হুমায়ুন টোম্ব,যা প্রায় ৬০ বছর আগে তৈরি। দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের মৃত্যুর ৯ বছর পর ১৫৬৫ সালে তার স্ত্রী বেগা বেগম (পরবর্তীতে হাজী বেগম) মনস্থির করেন তিনি সমাধি সৌধ বানাবেন ও সেই অনুযায়ী ১৫৭০ সালে তৈরি হলো দিল্লিতেই চারবাগ (চারটে বাগান) সমন্বি...