Ambedkar Memorial Park In Lucknow-Elephant Gallery

Ambedkar Memorial Park In Lucknow-Elephant Gallery-Lucknow City Tour-Mayawati Park লখনউ হলো নবাবের শহর। তাই শহর জুড়ে ছড়ানো তাদের স্মৃতিচিহ্ন। লখনউ শুনলেই চোখে ভেসে ওঠে বড়ো ইমামবাড়া, রুমী দারওয়াজা, ভুলভুলাইয়া। কিন্তু এছাড়া আজ যে পার্কের কথা বলবো সেটা হলো "আম্বেদকর মেমোরিয়াল পার্ক" । এমন পার্কের জুড়ি মেলা ভার বিশালত্বে। হেঁটে হেঁটে ক্লান্ত হবেন তবু শেষ না হওয়া একটি পার্ক। গোমতী নদীর ধারে তৈরি অপূর্ব ১০৮ একর জমি জুড়ে। খরচ হয়েছিল ৭ বিলিয়ন ( ভারতীয় মুদ্রায় ৭০০ কোটি টাকা )। ১২ বছর আগে ২০০৮ সালের ১৪ ই এপ্রিল , তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী ড. বি. আর. আম্বেদকরকে ( "Father of Indian Constitution" ) উৎসর্গ করে উদ্বোধন করেন এই পার্ক। আম্বেদকর ছাড়াও মানবতার সাথে নিজদের জীবনকে জড়িয়ে ফেলা আরও কিছু মহান ব্যক্তি,সমাজ সংস্কারককেও স্মরণ করে উৎসর্গ করা হয়েছে এই পার্ককে,যেমন - জ্যোতিবাই ফুলে, শ্রী নারায়ন গুরু, বিরসা মুন্ডা, শাহুজী মহারাজ, কাশী রাম, যারা সারা জীবন লড়াই করেছেন সামাজিক সমতা বিধানের জন্য। You can visit Lucknow with ...