Rishi Bankim Chandra Chattopadhyay's Birthplace and Museum - Writer of Vande Mataram - Naihati RBC College
Rishi Bankim Chandra Chattopadhyay's Birthplace and Museum - Writer of Vande Mataram - Naihati RBC College - Katalpara Rath Yatra বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে ও সংগ্রহশালা ২৬শে জুন।সে ভাবে দেখলে ক্যালেন্ডারে জুন মাসে প্রতি বছরই আসে দিনটি।সেই ভাবে আমরা মনে না রাখলেও দিনটি একেবারে সাদামাটা কখনই নয়। আজও যেখানেই 'বন্দে মাতরম ' গানটা শুনি গায়ে কাঁটা দিয়ে ওঠে,দেশপ্রেম নাড়া দেয়।তাহলে যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছিল গোটা সমাজ তখন ঐ একটা শব্দ বন্দে....মাতরম সেই বিপ্লবীদের যেমন মনের জোড় কতই না বাড়াত,ইংরেজ সাহেবদের দিন ফুরিয়ে আসার ইঙ্গিত দিত।ভয়ে নিষিদ্ধ ছিল গানটি।এই বন্দেমাতরম গানটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখন ছিলেন ব্রিটিশ সরকারের ডেপুটি কালেক্টর।১৮৭৫ সালে দেশমাতাকে উদ্দেশ্য করে তিনি রচনা করলেন এই অমোঘ সৃষ্টি।সসস্ত্র বিপ্লবে জড়িত না থেকেও কিভাবে মনে প্রাণে বিপ্লব করা যায়,কিভাবে সকলের মধ্যে সেই বিপ্লবের হাওয়া ছড়িয়ে অনুপ্রাণিত করা যায় তা তিনি বুঝিয়েছিলেন।পরবর্তীতে ১৮৮২ সালে আনন্দমঠে কবিতাটিকে অন্তর্ভুক্ত করা হয়।গান হয় আরও পরে।যে পরাধীন ভারতকে স্ব