Places to visit in Purulia Garh Circuit-Baranti-Garhpanchkot History

ইতিহাসে মোড়া নৈসর্গিক গড়পঞ্চকোট : গড়পঞ্চকোট ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত একটি প্রত্নস্থল যা বর্তমান পর্যটকদের অতি প্রিয় একটা দর্শনীয় স্থান।যতদূর চোখ যায় পাহাড় আর ঘন জঙ্গল।দিনের বেলা সবুজের গাছে গাছে পাখির কলতান,রাতে এক অদ্ভুত নিস্তব্ধতা।চাঁদের আলোয় উঁচুনিচু পাহাড়গুলো বড় অদ্ভুত দেখায়,সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ তৈরি হয়।বর্ষায় সবুজ পাহাড় ধুয়ে ছন্দে নেমে আসে জলধারা।আর বসন্তে পলাশের চাদরে মোড়া এই গড়পঞ্চকোট। লেখা ছাড়াও রইলো আপনাদের জন্য গড়পঞ্চকোটের ভিডিওটি : এত গেল প্রাকৃতিক সৌন্দর্যের কথা তবে গড়পঞ্চকোটে ইতিহাসও কথা বলে।যদিও সে ইতিহাস আজ অবহেলিত,বর্গী আক্রমণের এক প্রকট নিদর্শন। এককালে গড়পঞ্চকোট পঞ্চকোট রাজাদের রাজধানী ছিল। 'গড়' মানে দুর্গ,'পঞ্চ' মানে পাঁচ এবং 'কোট' মানে গোষ্ঠী।পঞ্চকোটের প্রথম রাজা ছিলেন দামোদর শেখর।লোকমুখে শোনা যায় পুরুলিয়ার ঝালদা অঞ্চলের পাঁচ আদিবাসী গোষ্ঠীর সর্দারদের সাহায্যে তিনি রাজত্ব গড়ে তোলেন।সেই থেকেই নাম গড়পঞ্চকোট।গড়পঞ্চকোট প্রায় পাঁচ মাইল বিস্...