Abanindranath Tagore's House-Santiniketan at Konnagar

Abanindranath Tagore's House-Santiniketan at Konnagar-Bagan Bari Konnagar শান্তিনিকেতন আমার,শুধু আমার কেনো অনেকেরই খুব পছন্দের জায়গা।তার শান্ত পরিবেশ, সবুজের সমারোহ,পাখির কলকাকলিতে সময় কাটাতে বারবার ছুটে যেতে ইচ্ছা করে।সেই একই ছোঁয়া পেয়েছিলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি গিয়ে। হুগলি জেলার কোন্নগরেরর এই বাগান বাড়িতেই ছোটবেলা কেটেছে চিত্রশিল্পী অবন ঠাকুরের।ভিক্টোরিয়ান আদলে তৈরি এই বাগানবাড়িটি ১২ বিঘা ৭ কাটা অর্থাৎ প্রায় ১৩ বিঘা জমি নিয়ে তৈরি।আম, জাম, কাঁঠাল,নারকেল,বকুলের ছায়ায়,পাখির কলকাকলিতে মুখরিত সে পরিবেশ।বাড়িটি তৈরি করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা গুনেন্দ্র নাথ ঠাকুর ১৮৭০ সালে।জন্ম জোড়াসাঁকোতে হলেও জন্মের পর বালক অবনীন্দ্রনাথের ছোটবেলা কেটেছে এই বাড়িতেই।গঙ্গা তীরবর্তী এই বাড়ি ভর্তি ছিল তখন ঠাকুর,চাকর,মনোরঞ্জনকারী বহুরূপীর দল,ছিল কুকুর,বাঁদর,ঘোড়া,হরিণের মতো পোষ্যেরা,এমনকি ছিল কাছিমের দলও।এই বাড়ির কাঁঠাল গাছের তলায় তার প্রথম কুড়েঘর আঁকতে শেখা।তার লেখা বিশ্ব ভারতী পাবলিকেশনের ' জোড়াসাঁকোর ধারে ' বইটিতে এই বাড়ির সাথে জড়িত বিভিন্ন সুখস্মৃতির উল...