কলকাতার বনেদি পরিবারের জগদ্ধাত্রী পুজো - Kolkata Jagadhatri Puja - Top 10 Kolkata Bonedi Barir Jagadhatri Puja - Bonedi Pujo Parikrama
কলকাতার বনেদি পরিবারের জগদ্ধাত্রী পুজো - Kolkata Jagadhatri Puja - Top 10 Kolkata Bonedi Barir Jagadhatri Puja - Ananya'r Sathe Bonedi Pujo Parikrama কার্তিক মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর আরাধনা হয়ে আসছে বহু বছর ধরে।জগদ্ধাত্রী পুজো বলতেই কৃষ্ণনগর বা চন্দননগরের কথাই সবার প্রথম মনে আসে ঠিকই তবে প্রাণের শহর কলকাতাও কিন্তু এখন পিছিয়ে নেই।বারোয়ারী পুজো হোক বা বনেদি বাড়ির জগদ্ধাত্রী পুজো,সংখ্যা নেহাত কম নয়।তবে বনেদি বাড়ির পুজোগুলো আমায় বড় টানে।বনেদি বাড়িগুলোর দুর্গাপুজোতো ঘুরেছি, এবছর সে বাড়িগুলোর জগদ্ধাত্রী পুজো দেখার সৌভাগ্যও হলো। বটকৃষ্ণ পাল বাড়ির পুজো এই পরিবারের পুজো ১০০ বছরেরও বেশি প্রাচীন।বর্তমানে দুই শরিকে বিভক্ত দুই বাড়িতেই হয় পুজো।যদিও রীতিনীতি সবই এক দুই শরিকী পুজোর।১৮৯৩ খ্রিস্টাব্দে ৭৭নং বেনিয়াটোলা স্ট্রীটে বটকৃষ্ণ পাল জমি কিনে বৃহৎ বসত বাড়ি নির্মাণ করেন।বাড়িতে সুরম্য সুন্দর ঠাকুর দালানও তৈরি করেন।এখানেই ১৩০৭ বঙ্গাব্দে( ইং ১৯০০ খ্রিস্টাব্দ) মহাসমারোহে মাতা জগদ্ধাত্রীর পুজো শুরু করেন। বাহন সিংহের ওপর দু পা মুড়ে বাবু