Belur Rashbari Garden House | Rash Yatra | 1 Day Trip | Picnic Spot Near Kolkata | Winter Dayout
Belur Rashbari Garden House | Rash Yatra | 1 Day Trip | Picnic Spot Near Kolkata | Winter Dayout | Radha Krishna Temple
রাস পূর্ণিমায় ঘুরে এলাম রাসবাড়ি থেকে। আকাশে পূর্ণিমার চাঁদ,নীচে বয়ে চলেছে হুগলী নদী,মন্দিরে ঘণ্টার ধ্বনি। চাঁদের আলোর সাথে আজকের রংবেরংয়ের আলো নেমে এসেছে মন্দিরের গা বেয়ে।সেই মুহূর্তে বার বারই তাই মনে হচ্ছিল-
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া.....
রাস দেখতে মানুষ কোথায় না কোথায় যায়,আমাদের হয়তো জানাও নেই বাড়ির কাছেই বেলুড় মঠের পাশেই আছে এই রাসবাড়ি। এটি নির্মাণ করেছিলেন জোড়াসাঁকো দাঁ পরিবারের পূর্ণ চন্দ্র দাঁ মহাশয় বেলুড় মঠ প্রতিষ্ঠার আগেই। নদীর একদম ধারে রাসবাড়ি প্রাঙ্গণে আছে রাধারমণ জিউর নররত্ন মন্দির,সাথে রাসমঞ্চ,নাটমন্দির,আটচলা শিবমন্দির, নহবতখানা, সুসজ্জিত বাগান। প্রতিদিন নিত্য পুজো ছাড়াও রাসে হয় বিশেষ পুজো,নাটমন্দির নামগান, রাসমঞ্চে গোপিনীদের সাথে রাসযাত্রা।
রাসকে ঘিরে মেলা চলে ১৫দিন ব্যাপী। একসময় এমন সুন্দর বাজি পোড়ানো হত যা দেখতে দূর দূরান্ত থেকে আসতো অগণিত মানুষ। সেই জৌলুস আজ না থাকলেও যেটুকু আছে তাই বা মন্দ কি।গঙ্গার ধারে স্নিগ্ধ পরিবেশে একটা বিকেল বা সন্ধ্যে একটু সুন্দর,একটু অন্যরকম হবার জন্য এটাই কি যথেষ্ট নয়!
অনেকটাই বললাম তাও যা ভাষায় বলা হয়ে উঠলো না,ঠিক কতটা সুন্দর দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে ( Ananya'r Sathe ) ভিডিও টি দেখতে পারেন যেখানে ইতিহাস সহ বিস্তারিত সব তথ্য একসাথে পাবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any query, please let me know.