Barrackpore Annapurna Mandir-Rani Rashmoni Ghat
Barrackpore Annapurna Mandir-Rani Rashmoni Ghat-Places to visit in Barrackpore প্রথম দর্শনেই মনে হলো এ কোন মন্দির ? অবিকল দক্ষিণেশ্বর এর মত দেখতে। কিন্তু এ তো দক্ষিণেশ্বর নয়। ব্যারাকপুর।হ্যা।ব্যারাকপুর তালপুকুর অঞ্চলে ইংরেজদের কেন্টনমেনট এর অনতিদূরেই রাণী রাসমণি ঘাটের ধারে গড়ে উঠেছিল একটি অন্নপূর্ণা মন্দির,যা অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের মত দেখতে। মন্দিরটি প্রতিষ্ঠা করেন রাণী রাসমণি দেবীর কনিষ্ঠ কন্যা জগদম্বাদেবী।দক্ষিণেশ্বর মন্দির স্থাপনের ২০বছর পর সদৃশ এই মন্দির ১৮৭৫ সালের ১২ ই এপ্রিল উদ্বোধন হয়।উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব।এই মন্দির স্থাপনের মূল উদ্যোক্তা ছিলেন জগদম্বা দেবীর স্বামী তথা রাসমণি দেবীর জামাই মথুরামোহন বিশ্বাস ও তার কনিষ্ঠ পুত্র দ্বারিকানাথ বিশ্বাস।যদিও মন্দির শেষ দেখে যেতে পারেননি মথুরামোহন বাবু। অন্ন দিয়ে যিনি দুঃখ দারিদ্র মেটান তিনিই অন্নপূর্ণা।গবেষকদের মতে,অন্নদামঙ্গল কাব্যের প্রভাবেই বাংলায় পসার ঘটেছিল এই পুজোর। আর অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের সাথে ওতপ্রোতভাবে জড়িত নদীয়ার রাজবাড়ি তথা কৃষ্ণনগর রাজবাড়ি। জনশ্রুতি নদীয...