Palak Muchhal-The Inspirational Role Model Of India
Palak Muchhal-The Inspirational Role Model Of India-Indian Singer- Indian Guinness World Record Holder Palak Muchhal (পালক মুছল) অনেকের কাছে পরিচিত নাম,আবার অনেকের কাছে নয়।ইনি বর্তমান প্রজন্মের ভারতীয় মহিলা সঙ্গীতশিল্পী।দেবী সরস্বতীর মানস কন্যা। "India's life Saving Child Singer" বলে বিখ্যাত হওয়া পালক মুছল গান গেয়েছেন,গাইছেন অজস্র হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য।নাম না বলে দিলে অনেকেই শ্রেয়া ঘোষালের কণ্ঠ বলে ভুল করলে অস্বাভাবিক কিছু হবে না।মাত্র ২১ বছর বয়সে 'গিনিস বিশ্ব রেকর্ডে' নিজের স্থান করে নিয়েছেন ১৩৩৪ জন হৃদরোগে আক্রান্ত শিশুকে গান গেয়ে সাহায্য করার জন্য।গানকে এই মহান উদ্দেশ্যে ব্যাবহারের জন্য 'লিমকা ওয়ার্ল্ড রেকর্ডস' বুকেও তার নাম ইতিমধ্যেই স্থান পেয়েছে।ছোটো থেকে গায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে সফল গায়িকা হয়ে ওঠা সে তো আমরা শুনেছি কিন্তু অসুস্থ দুঃস্থ শিশুদের সুস্থ করতে গান গাওয়ার পথ চলা যার শুরু তিনিই পালক মুছল।তাও মাত্র ৭ বছর বয়সে।হৃদরোগে আক্রান্ত শিশুদের অপারেশনের খরচ যোগাতে তিনি দেশে বিদেশে শো করেছেন । ২০২০ পর্যন্ত তার সেই দাতব্য শো...