Dhanyakuria Gaine Garden | English Castle | Summer House | UNESCO Heritage | Future Plan

Dhanyakuria Gaine Garden | English Castle | Summer House | UNESCO Heritage | Future Plan | Ananya'r Sathe

Dhanyakuria Gaine Garden | English Castle | Summer House | UNESCO Heritage | Future Plan | Ananya'r Sathe

বাংলার ইংলিশ ক্যাসেল - ধান্যকুড়িয়া

হেরিটেজ তকমা পেতে চলেছে ধান্যকুরিয়ার গাইন ক্যাসেল। হেরিটেজ কমিশনের কাজ শুরু হবে খুব শীঘ্রই,তেমনি শুনলাম গাইন বাড়ির বর্তমান প্রজন্ম ও আমার বিশেষ পরিচিত মনজিত গাইনের থেকে।এক কথায় গাইন ক্যাসেলই এই নামে পরিচিত।

Watch Full Video here -

প্রাসাদটি প্রথম দর্শনেই নিয়ে যায় যেন বিদেশের মাটিতে।এর মধ্যে রয়েছে মধ্যযুগীও ইওরোপীয় স্থাপত্যের ছোঁয়া।জন্ম নিয়েছে যেন রূপকথার গল্প।পাশ্চাত্য লোককাহিনীর বাস্তব জীবনের চিত্রের মত সজ্জিত উদ্যান,সামনে পুকুর।সেই পুকুরে স্বচ্ছ জলে প্রতিফলিত হতো পুরো বাগান বাড়ি।এখানে আপনি একদিনের জন্য রাপুঞ্জেল হতে পারেন বা স্নো হোয়াইট।

Dhanyakuria Gaine Garden | English Castle | Summer House | UNESCO Heritage | Future Plan | Ananya'r Sathe

ধান্যকুড়িয়ার এই বাড়িটি মহেন্দ্রনাথ গাইন তৈরি করিয়েছিলেন ইউরোপিয়ান স্টাইলে।বসতির জন্য নয়, এটা ছিল গাইনদের বাগান বাড়ি। ইংরাজীতে যাকে "Summer House" ও বলা চলে।

অনেকে এই বাড়িকে "Disney Iconic Cinderella Castle in Bengal" বলেও আখ্যা দিয়েছেন।

৩০ একর জমির ওপর তৈরি এই বাড়িটি দিনের বেলাও নির্জন ও গা ছমছমে।

Dhanyakuria Gaine Garden | English Castle | Summer House | UNESCO Heritage | Future Plan | Ananya'r Sathe

বর্তমান ধান্যকুড়িয়া বসিরহাট মহকুমার অন্তর্ভুক্ত একটি গ্রাম।যে গ্রামে ব্রিটিশ পিরিয়ডে প্রতিপত্তি লাভ করেছিল বেশ কয়েকটি ব্যাবসায়ী পরিবার।তাদের মধ্যে অন্যতম এই গাইন পরিবার। ইংরেজদের খুশি করতে দেশ বিদেশের নর্তকী, বাজনদাজ উপস্থিত থাকতো সেখানে।গরমের হাত থেকে রেহাই পেতে ইংরেজ সাহেবরা উপস্থিত হতেন এই সামার হাউসে। বিদেশী ক্যাসেল যেমন দেখা যায় চিমনি থেকে ফায়ার প্লেস,এখানে ছিল একসময়। পরিখা বেষ্টিত এই সুবৃহৎ বাগানবাড়িতে ছিল নানান গাছের সমাহার।ইংরেজরা অনেকেই একে সিনড্রেলা ক্যাসেলও বলতো।এর সৌন্দর্য্যর কথা ছড়িয়ে পড়েছিল দুর দূরান্তে।সুদূর গ্রামাঞ্চলেও ছড়িয়ে আছে রাপুঞ্জেল সিন্দ্রেলার ক্যাসেল এ যেনো ভাবাও যায় না।ব্রিটিশ পিরিয়ডের পর সরকার অধিগ্রহণ করেছিল এই বাড়ি।২০০৯ সাল অবধি এখানে ছিল মেয়েদের হোম।বর্তমানে বাড়ির  অবস্থা দিন দিন খারাপ হওয়ায় হোম অন্যত্র স্থানান্তরিত করা হয়। এতটাই বিশাল এলাকা যে নিয়মিত পরিষ্কার রাখা কষ্টসাধ্য ও খরচ সাপেক্ষ অবশ্যই।জঙ্গলাকীর্ণ আশপাশ যেখানে দিনের বেলাও সাপের ভয় আছে বলে জানান মনজিত গাইন সহ কেয়ারটেকার।

পথনির্দেশ :

কলকাতা থেকে ৫৫ কিমি দূরত্বে ধান্যকুড়িয়া। টাকি রোড এর উপরেই অবস্থিত এই বাগানবাড়ি।বসিরহাট গামী যেকোনো বাস বা গাড়িতে চলে আসতেই পারেন।পারমিশন করিয়ে ঢুকতে হয় বাড়ির ভিতর।

Google Map : https://goo.gl/maps/fyfJUiTktvXo8khm7


মন্তব্যসমূহ

Popular Posts

Top 10 Rajbari near Kolkata-Zamindar Houses in Bengal-Heritage Home Stay-Dayout Plan-Weekend Tour

Chatu Babu Latu Babur Bari - Bonedi Barir Durga Puja

Bonedi Barir Durga Puja Parikrama-Hooghly Bonedi Barir Puja-Gramer Pujo-Jamidar Barir Pujo

Gobardanga Jamidar Bari-Prasannamoyee Kali Mandir-Gobardanga Kalibari