Gobardanga Jamidar Bari-Prasannamoyee Kali Mandir-Gobardanga Kalibari
Gobardanga Jamidar Bari-Prasannamoyee Kali Mandir-Gobardanga Kalibari-Gobardanga Rajbari উত্তর কলকাতা জুড়ে ছড়িয়ে আছে যেমন বাড়ির পুজোর গন্ধ,আভিজাত্যের ছোঁয়া,বনেদিয়ানার গন্ধ, তেমনি শহর থেকে একটু দূরে এই পুজোয় আছে মাটির সোঁদা গন্ধ,আছে প্রাণের টান। খোলামেলা পরিবেশে ৩০০ বছরের পুজোয় এবার প্রথম ঘটলো ছন্দপতন।হচ্ছে না এবছর জমিদারবাড়ির ঠাকুর দালানে পুজো।ইতিহাস রচনা করলো ২০২০ দুর্গা পূজা।আগে পলাশীর যুদ্ধ, বিশ্বযুদ্ধ কোনো পরিস্থিতিতেই থেমে থাকেনি এই পুজো।ঘট পুজোর মাধ্যমে পুজো সম্পন্ন করবে এবার পরিবারের সদস্যরা।মন খারাপ জমিদার বাড়ির সদস্যসহ গোবরডাঙ্গা বাসীর।কলকাতা ও বিদেশ থেকেও সদস্যরা প্রতিবার পুজোর টানেই বাড়ি ফেরেন। গোবরডাঙ্গা , বারাসাত মহকুমা ও হাবড়া থানার অধীন, কলকাতা থেকে প্রায় ৫৮ কিমি দূরে । কথিত আছে , টাকির জমিদারের লাঠি আর গোবরডাঙ্গা র জমিদারের হাতি। হাতি ছিল গোবরডাঙ্গা র জমিদারদের ঐতিহ্য ও জাকজমকের নিদর্শন।এক নামে সবাই চিনতো তাঁদের হাতি পোষার সখের জন্যই।আজ হাতি না থাকলেও কিন্তু তার সাক্ষীস্বরূপ র...