Bonedi Barir Durga Puja Parikrama-Hooghly Bonedi Barir Puja-Gramer Pujo-Jamidar Barir Pujo
দুর্গাপুজো মানেই আবেগ।ছোটবেলা থেকেই পুজোর নতুন পোশাক গায়ে চাপিয়ে ঠাকুর দেখতে আমার ভালো লাগে।আজ ছোট নেই কিন্তু সেই অভ্যাস আজও একই।যদিও ভিড় কোলাহল কম হলে পুজোর সাথে একাত্ম হওয়া যায় অনেক বেশি। সেই উদ্দেশ্যেই সপ্তমীর দিন বেরিয়ে পড়লাম কোলাহল থেকে দূরে হুগলির কিছু বনেদি পুজো দেখতে। শ্রীরামপুর রাজবাড়ি দিয়ে ঠাকুর দেখা শুরু করলাম।এর আগেও বহুবার শ্রীরামপুরে এসেছি,এই বাড়িতেও এসেছি অনেকবারই তবে ঢাক বাজলে বাড়িগুলো আলাদা মহিমা পায়।৩৩৮ বছরের পুরোনো পুজো।ঠাকুর দালানে বেশ কিছুক্ষন পুজো দেখে বাল্যভোগের পর রওনা হলাম শ্রীরামপুর দে বাড়ির উদ্দেশ্যে। শ্রীরামপুর দে বাড়ির পুজোও বহু প্রাচীন পুজো।ডেনিশ কলোনি ছিল যখন শ্রীরামপুর তখন এই পুজো দেখতে আসতেন উইলিয়াম কেরি প্রমুখরা।রামচন্দ্র দে যে পুজোর শুরু করেছিলেন তা আজও বহমান।দে বাড়ির মূল আকর্ষণ বিজয়া দশমীর দিন মায়ের বরণ।ঠাকুরদালান থেকে মা কে নামিয়ে আনা হয় উঠোনে।তারপর মা কে ঘিরে বাড়ির মেয়ে বউরা প্রদক্ষিণ করে স্ত্রী আচার পালন করেন।এই অনুষ্ঠান দেখতে হাজির হন দূর দূরান্তের বহু মানুষ। শেওড়াফুলি রাজবাড়ি ।প্রায় ২৮