Panchetgarh Rajbari - Heritage Home Stay - Heritage Bungalows - Midnapore Heritage
Panchetgarh Rajbari-Heritage Home Stay-Heritage Bungalows-Midnapore Heritage-Punchet Gurh-Pochet Garh-Weekend Trip-Top 10 Rajbari near Kolkata
মন্দিরময় গ্রাম পঁচেটগড়।৩৫০ বছরের ইতিহাস জড়িয়ে রয়েছে এই বাড়ির সাথে।বর্তমানে ২০২১ সালের জুন মাস থেকে এই রাজবাড়িতে থাকার সুযোগ করে দিয়েছেন রাজবাড়ির সদস্যরা।শহরের ব্যস্ততা,কোলাহল থেকে নিরিবিলিতে গ্রাম্য পরিবেশে ছুটি কাটাতে বেশ অন্য রকম ভালোলাগা মিশে থাকবে এই হেরিটেজ হোমস্টেতে।পূর্ব মেদিনীপুরের পটাশপুর ব্লকের এই বাড়ি দীঘার খুব কাছে হলেও এখানে ওড়িশার সংস্কৃতির প্রভাব সুস্পষ্ট।থাকাটাও খুব স্বাভাবিক, কারণ বংশের পূর্বপুরুষরা ছিলেন ওড়িশার বাসিন্দা।বংশের মুরারিমোহন দাস মহাপাত্র ছিলেন ওড়িশা ও বাংলার সীমান্তে মুঘলরাজের অধীনস্থ রাজকর্মচারী।নিজের কর্মনিষ্ঠায় মোঘল সম্রাট ঔরঙ্গজেবের থেকে উপহারস্বরূপ পেয়েছিলেন অতীতের পঁচেটগড়।সেখানে ছিল তখন বন।ঘন বন কেটে বসতি স্থাপন হয়, পরিখা বেষ্টিত গড় হাভেলি তৈরি হয়,মন্দির নির্মাণ হয়।পথ চলা শুরু হয়।
Watch the full video of Panchetgarh Rajbari -
২৩০ বছরের পুরনো জমিদার বাড়ি।এই বাড়ির সাথে সংগীত জড়িয়ে আছে ওতপ্রোতভাবে।শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ যদু ভট্ট,যিনি কখনো বালক রবীন্দ্রনাথের শিক্ষাগুরু ছিলেন তো কখনো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বন্দে মাতরম লিখতে উৎসাহ দিয়েছিলেন,তিনি এই বংশের রাজগুরু ছিলেন।এই বাড়ির যাদবেন্দ্র নন্দন ছিলেন নামকরা সেতার বাদক। এ বাড়ির ব্রজেন্দ্র নারায়ণ দাস ছিলেন পুরীর প্রথম গ্র্যাজুয়েট ও পুরীর মহারাজের প্রিয় পাত্র।বাড়ির ভিতরেই আছে একটি সংগ্রহশালা,যেখানে অতীতের স্মৃতিচিহ্ন সুরক্ষিত সযত্নে।দেবসেবা এবাড়ির ঐতিহ্য।আছে অসংখ্য মন্দির,যে বিভিন্ন মন্দিরে আছে মিশ্র স্থাপত্যের মেলবন্ধন।সকাল সন্ধ্যা মন্দিরের কাঁসর ঘণ্টার আওয়াজ, শঙ্খ,উলুধ্বনি মনকে পবিত্র করে তুলবে।মন্দিরে সন্ধ্যা আরতির সময় ঘরে ঘরে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালায় গৃহবধূরা।অন্ন ভোগেরও ব্যাবস্থা আছে হোমস্টেতে।।ঝুলন,দোল, নন্দউৎসব,রাসযাত্রা, শিব রাত্রি, রামনবমী, দুর্গাপুজো, শীতলা পুজো প্রভৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে পঁচেটগড় ধর্মানুষঙ্গী সংস্কৃতি।গ্রাম্য পরিবেশে,কুটির শিল্প,হস্তশিল্প সব মিলেমিশে আছে এই রাজবাড়ি তথা গ্রামে।মাদুর শিল্প অন্যতম শিল্প এখানে।পাশেই আছে আদিবাসী গ্রাম।দুধের যোগান অফুরন্ত থাকায় বাড়ি বাড়ি তৈরি হয় খাঁটি ঘি।রাজবাড়িতে থেকে হেঁটে চলে গ্রাম্য ঘুরে দেখতে বেশ ভালই লাগবে।মেদিনীপুরের রাস বিখ্যাত।আর পঁচেটগড় রাস প্রায় ৫০০ বছরের পুরোনো,দেখার মত। রাসকে ঘিরে চলে কত আয়োজন,অনুষ্ঠান,মেলা,লক্ষ লোকের সমাগম,এককথায় রাস মহোৎসব।এছাড়াও বারো মাসে তেরো পার্বণতো লেগেই থাকে। স্কুল, হাট,বাজার,ব্যাংক, ডাকঘর সব মিলিয়ে চৌধুরীরা সুপরিকল্পিত ভাবেই গড়ে ছিলেন গ্রামটি।
গ্রাম হলেও হেরিটেজ হোমস্টেতে আছে থাকার জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক সব ব্যাবস্থা।রাজবাড়ির নিজস্ব কিছু বিশেষ রান্না যা অনবদ্য।মাছের টক,বিভিন্ন রকম বড়ি,ছানার নানান মিষ্টি মুখে লেগে থাকার মতো।মেদিনীপুরের বড়ির সুনাম আমার মত আপনাদেরও জানা।কারণ মহিষাদল রাজবাড়িতে থাকা কালীন ওই এলাকায় গয়না বড়ির চল দেখেছিলাম ও হরেক রকম নকশার সে বড়ি সাথে করে বাড়ি ফিরেছিলাম।
প্রতিটা হেরিটেজ হোমস্টেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য।একদিকে যেমন অত্যন্ত বিলাসবহুল আধুনিক হেরিটেজ রিসর্ট আছে অন্যদিকে তেমনই পঁচেটগড় রাজবাড়ির হোমস্টে যেখানে আছে শুদ্ধ নির্মল বাতাস,মাটির গন্ধর সাথে গ্রামের সরল মানুষের আপ্যায়ন।
২০১৮ সালে পচেটগড় জমিদার বাড়ি ও মন্দির সংলগ্ন স্থাপত্যকে হেরিটেজ হিসাবে ঘোষণা করে রাজ্য হেরিটেজ পর্ষদ।পছেটগর জমিদারবাড়িকে হেরিটেজ ভবন হিসাবে ঘোষণা করা হয়।রাজবাড়িকে হেরিটেজ হোমস্টে তৈরি করার সেই প্রস্তুতি পর্ব থেকে বর্তমানে হোমস্টের অতিথি আপ্যায়নে যার নাম না করলেই নয় তিনি ফাল্গুনী দাস মহাপাত্র মহাশয়,এই বংশের উত্তরাধিকারী।
Booking Details :
Booking Number - 7044943794 ( Mr. Falguni Dasmohapatra )
Tariff Details:
Tillottama suite tariff: INR 2300/Night/Person/24 hrs.Can accommodate 4+1 adults including meals.
Normal rooms Rs 1500 per night/Head/24Hrs. 2+1 adult accommodation including meals.
How to reach :
Route 1: Take any bus towards Solpatta from Howrah or Esplanade and directly get down at Panchetgarh Bus Stand.
Route 2 : Take any bus towards Digha and get down at Kanthi. Take another bus to Egra and get down at Panchetgarh Bus Stop.
Route 3: You can easily reach with your car ( parking available ) following google map -
https://goo.gl/maps/DsHDkLCAASRx3wYv6
Asadharonnnnn
উত্তরমুছুন