Garalgacha Jamidar Bari-Garalgacha Babuder Bari-Bonedi Barir Pujo

Garalgacha Jamidar Bari-Garalgacha Babuder Bari-Bonedi Barir Pujo-Shooting Locations

Garalgacha Jamidar Bari-Garalgacha Babuder Bari-Bonedi Barir Pujo-Shooting Locations

নিজের ভালোলাগাকে পাথেয় করে সেদিন পৌঁছে গেছিলাম গরলগাছা জমিদার বাড়িতে।এতদঞ্চলের লোকরা যদিও বাড়িটিকে বাবুদের বাড়ি হিসাবেই জানে।রাস্তা লাগোয়া  ধবধবে সাদা বাড়িটির মূল ফটক দিয়ে ঢুকতেই মুহূর্তের জন্য থমকে দাঁড়ালাম,বাইরের মতই বাড়ির ভিতরও শ্বেতশুভ্র হওয়ার কথা ছিল।মুহূর্তেই আমার এ দ্বন্দ্ব দূর করে দিলেন বাড়ির কেয়ার টেকার অমর নাথ ধারা মহাশয়।কাজল আগরওয়াল অভিনীত দক্ষিণী সিনেমার দীর্ঘ শুটিংয়ের প্রয়োজনে বাড়ির রঙের এহেন পরিবর্তন।পরিবর্তনে সৌন্দর্য্য বেড়েছে বই কমেনি একটুও।

Garalgacha Jamidar Bari-Garalgacha Babuder Bari-Bonedi Barir Pujo-Shooting Locations


Garalgacha Jamidar Bari-Garalgacha Babuder Bari-Bonedi Barir Pujo-Shooting Locations

বাড়ির মূল সৌন্দর্য্য এ বাড়ির ঠাকুর দালানে।দেউড়ি দিয়ে ঢুকে সোজা এই ঠাকুর দালান।লাল সিড়ি পেরিয়ে উঠে দীর্ঘ ঠাকুর দালানের সাদা কালো মেঝে,ওপরে ঝাড়বাতি,পুজোর দিন গুলো বাদ দিলেও সমান প্রনম্য এই নজরকাড়া ঠাকুর দালান,যেখানে দাঁড়িয়ে চৌকাকার বাড়িটির খিলান,খিড়কি,দালানসহ দোতলা থেকে একতলা অনায়াসেই নজরে পড়ে।দোতলায় থাকা বড়ো বৈঠক খানাটি যেমন বড়ো তেমনই সাবেকি। সাবেকিআনার ছোঁয়া বাড়ির দোতলার বারান্দা জুড়েও।চৌককার এই বাড়িটির বারান্দা বরাবর হাঁটলেই পৌঁছানো যায় বাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্তে।আছে অসংখ্য ঘর।বহুদিন থেকেই এ বাড়ির বাবুরা খিদিরপুর নিবাসী হওয়ায় আজ ঘরগুলি তালা বন্ধ হলেও পুজোর কদিন আবার ঘরগুলি প্রাণ ফিরে পায়।বাঁকানো সিঁড়ি দিয়ে ছাদে পৌঁছানোর পথ।চিলেকোঠা, ছাদের উচুঁ পাঁচিলের ফাঁক দিয়ে নিচে উঁকি ঝুঁকি,অতীতে এই ছাদেই কাঁচের বয়ামে রোদে দেয়া হতো হরেক রকম আঁচার,বড়ি, ছাদ জুড়ে শুকাতো ভিজে শাড়ি,কাপড়জামা।

Watch full video of this Jamidar House here -



এই দৃশ্যপট আজও ভেসে ওঠে তবে বাস্তবে নয় যৌথ পরিবার তুলে ধরতে বিভিন্ন সিনেমা,মেগা সিরিয়াল।আছে বাড়ির পিছনে খিড়কি পুকুর।বাড়ির সামনে প্রতিষ্ঠিত জোড়া শিব মন্দির,রথ,পুকুর,মাঠ।বর্তমানে  বাড়িটি বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়,সেই প্রয়োজনে বাড়ির কিছু অংশের পরবর্তীতে পরিবর্তনও করা হয়েছে।বাড়ির একদম সামনেই গরলগাছা হাই স্কুল, আর রাস্তার মোড়েই গরল গাছা হাই স্কুল।বাইরে থেকে দেখলেও বুঝতে অসুবিধা হয় নি স্কুলটির বিশালত্ব।এই দুটি স্কুলের সাথেই জড়িয়ে রয়েছে এই গরল গাছা মুখোপাধ্যায় বাবুদের অবদানের কথা।গরলগাছা হাই স্কুলের প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও গার্লস স্কুলটির প্রতিষ্ঠা করেন মন্মথনাথ মুখো পাধ্যায়।কলকাতা হাই কোর্টের এই চিফ জাস্টিসের কথা হয়ত আমাদের সকলেরই জানা।

Garalgacha Jamidar Bari-Garalgacha Babuder Bari-Bonedi Barir Pujo-Shooting Locations

Garalgacha Jamidar Bari-Garalgacha Babuder Bari-Bonedi Barir Pujo-Shooting Locations

Garalgacha Jamidar Bari-Garalgacha Babuder Bari-Bonedi Barir Pujo-Shooting Locations

বর্তমানকে থামিয়ে রেখে পৌঁছে যাবো এবার অতীতে,যখন বংশের আদিপুরুষ সন্তোষমোহন বিদ্যা বাগিশ এসেছিলেন গরলগাছায়।তিনি ছিলেন বর্ধমান মহারাজের টোলের পণ্ডিত।তাই বিদ্যার পৃষ্ঠপোষক তাঁরা সকলেই। তার পুত্র ছিলেন নবকিশোর।নবকিশোরের দুই পুত্র গোলক চন্দ্র ও রাধানাথ।এনাদের বংশধররাই বর্তমানে এই পরিবারের বর্তমান প্রজন্ম।রাধানাথ মুখোপাধ্যায়ের পুত্র দ্বারিকানাথ মুখোপাধ্যায়ের সময় থেকেই ওনারা কলকাতা নিবাসী।উনি ছিলেন ইঞ্জিনিয়ার,পরিবার সূত্রে জানতে পারি, ফোর্ট উইলিয়ামের নক্সা করে ইংরেজ সাহেবদের অত্যন্ত পছন্দের হয়ে উঠেছিলেন তিনি।খিদিরপুর এলাকার বেশিরভাগ অঞ্চলই এক সময় ছিল তাদের সম্পত্তি।ছিল অসংখ্য বাড়ি,মাছের ভেরি। এবছরই বাড়ির প্রবীণ সদস্য রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় ২০২১ সালের মার্চ মাসে ৭৪ বছর বয়সে পরলোক গমন করেন,যিনি গরল গাছা হাই স্কুলের সেক্রেটারি ছিলেন প্রায় ৪৫ বছর।বর্তমান বাড়ির মালিক ত্রিদিবেশ মুখোপাধ্যায়।যিনি দূরে থেকেও রক্ষা করে চলেছেন এই পৈতৃক ভিটে সযত্নে।

Garalgacha Jamidar Bari-Garalgacha Babuder Bari-Bonedi Barir Pujo-Shooting Locations

Garalgacha Jamidar Bari-Garalgacha Babuder Bari-Bonedi Barir Pujo-Shooting Locations

এবার আসি পুজোর কথায়।

You may also like : Top 10 Rajbari Near Kolkata

To Be Continued ....

মন্তব্যসমূহ

Popular Posts

Gobardanga Prasannamoyee Kali Mandir-Gobardanga Kalibari

Chatu Babu Latu Babur Bari - Bonedi Barir Durga Puja

Top 10 Rajbari near Kolkata-Zamindar Houses in Bengal-Heritage Home Stay-Dayout Plan-Weekend Tour

চকদীঘি বাগানবাটি | Chakdighi Baganbati | Chakdighi Rajbari | Day Tour | Shooting Locations