Garalgacha Jamidar Bari-Garalgacha Babuder Bari-Bonedi Barir Pujo
Garalgacha Jamidar Bari-Garalgacha Babuder Bari-Bonedi Barir Pujo-Shooting Locations
নিজের ভালোলাগাকে পাথেয় করে সেদিন পৌঁছে গেছিলাম গরলগাছা জমিদার বাড়িতে।এতদঞ্চলের লোকরা যদিও বাড়িটিকে বাবুদের বাড়ি হিসাবেই জানে।রাস্তা লাগোয়া ধবধবে সাদা বাড়িটির মূল ফটক দিয়ে ঢুকতেই মুহূর্তের জন্য থমকে দাঁড়ালাম,বাইরের মতই বাড়ির ভিতরও শ্বেতশুভ্র হওয়ার কথা ছিল।মুহূর্তেই আমার এ দ্বন্দ্ব দূর করে দিলেন বাড়ির কেয়ার টেকার অমর নাথ ধারা মহাশয়।কাজল আগরওয়াল অভিনীত দক্ষিণী সিনেমার দীর্ঘ শুটিংয়ের প্রয়োজনে বাড়ির রঙের এহেন পরিবর্তন।পরিবর্তনে সৌন্দর্য্য বেড়েছে বই কমেনি একটুও।
বাড়ির মূল সৌন্দর্য্য এ বাড়ির ঠাকুর দালানে।দেউড়ি দিয়ে ঢুকে সোজা এই ঠাকুর দালান।লাল সিড়ি পেরিয়ে উঠে দীর্ঘ ঠাকুর দালানের সাদা কালো মেঝে,ওপরে ঝাড়বাতি,পুজোর দিন গুলো বাদ দিলেও সমান প্রনম্য এই নজরকাড়া ঠাকুর দালান,যেখানে দাঁড়িয়ে চৌকাকার বাড়িটির খিলান,খিড়কি,দালানসহ দোতলা থেকে একতলা অনায়াসেই নজরে পড়ে।দোতলায় থাকা বড়ো বৈঠক খানাটি যেমন বড়ো তেমনই সাবেকি। সাবেকিআনার ছোঁয়া বাড়ির দোতলার বারান্দা জুড়েও।চৌককার এই বাড়িটির বারান্দা বরাবর হাঁটলেই পৌঁছানো যায় বাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্তে।আছে অসংখ্য ঘর।বহুদিন থেকেই এ বাড়ির বাবুরা খিদিরপুর নিবাসী হওয়ায় আজ ঘরগুলি তালা বন্ধ হলেও পুজোর কদিন আবার ঘরগুলি প্রাণ ফিরে পায়।বাঁকানো সিঁড়ি দিয়ে ছাদে পৌঁছানোর পথ।চিলেকোঠা, ছাদের উচুঁ পাঁচিলের ফাঁক দিয়ে নিচে উঁকি ঝুঁকি,অতীতে এই ছাদেই কাঁচের বয়ামে রোদে দেয়া হতো হরেক রকম আঁচার,বড়ি, ছাদ জুড়ে শুকাতো ভিজে শাড়ি,কাপড়জামা।
Watch full video of this Jamidar House here -
এই দৃশ্যপট আজও ভেসে ওঠে তবে বাস্তবে নয় যৌথ পরিবার তুলে ধরতে বিভিন্ন সিনেমা,মেগা সিরিয়াল।আছে বাড়ির পিছনে খিড়কি পুকুর।বাড়ির সামনে প্রতিষ্ঠিত জোড়া শিব মন্দির,রথ,পুকুর,মাঠ।বর্তমানে বাড়িটি বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়,সেই প্রয়োজনে বাড়ির কিছু অংশের পরবর্তীতে পরিবর্তনও করা হয়েছে।বাড়ির একদম সামনেই গরলগাছা হাই স্কুল, আর রাস্তার মোড়েই গরল গাছা হাই স্কুল।বাইরে থেকে দেখলেও বুঝতে অসুবিধা হয় নি স্কুলটির বিশালত্ব।এই দুটি স্কুলের সাথেই জড়িয়ে রয়েছে এই গরল গাছা মুখোপাধ্যায় বাবুদের অবদানের কথা।গরলগাছা হাই স্কুলের প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও গার্লস স্কুলটির প্রতিষ্ঠা করেন মন্মথনাথ মুখো পাধ্যায়।কলকাতা হাই কোর্টের এই চিফ জাস্টিসের কথা হয়ত আমাদের সকলেরই জানা।
এবার আসি পুজোর কথায়।
You may also like : Top 10 Rajbari Near Kolkata
To Be Continued ....
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any query, please let me know.