Ambedkar Memorial Park In Lucknow-Elephant Gallery
এমন পার্কের জুড়ি মেলা ভার বিশালত্বে। হেঁটে হেঁটে ক্লান্ত হবেন তবু শেষ না হওয়া একটি পার্ক। গোমতী নদীর ধারে তৈরি অপূর্ব ১০৮ একর জমি জুড়ে। খরচ হয়েছিল ৭ বিলিয়ন ( ভারতীয় মুদ্রায় ৭০০ কোটি টাকা )। ১২ বছর আগে ২০০৮ সালের ১৪ ই এপ্রিল, তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী ড. বি. আর. আম্বেদকরকে ("Father of Indian Constitution") উৎসর্গ করে উদ্বোধন করেন এই পার্ক।আম্বেদকর ছাড়াও মানবতার সাথে নিজদের জীবনকে জড়িয়ে ফেলা আরও কিছু মহান ব্যক্তি,সমাজ সংস্কারককেও স্মরণ করে উৎসর্গ করা হয়েছে এই পার্ককে,যেমন - জ্যোতিবাই ফুলে, শ্রী নারায়ন গুরু, বিরসা মুন্ডা, শাহুজী মহারাজ, কাশী রাম, যারা সারা জীবন লড়াই করেছেন সামাজিক সমতা বিধানের জন্য।
You can visit Lucknow with tasty food and do your shopping. Watch below video -
Related Posts : Ramnagar Fort, Chunar Fort
লাল বেলেপথরের তৈরি এই পা্র্কে রয়েছে সারি সারি হাতির অপূর্ব মূর্তি। রাজস্থান থেকে আনা হয়েছিল সে সমস্ত পাথর। ৬২ জোড়া হাতি রয়েছে সেখানে। ঢোকার পথে ও ছড়িয়ে ছিটিয়ে সর্বত্র।
১. আম্বেদকর স্তূপ
২. ড. ভীমরাও আম্বেদকর সামাজিক পরিবর্তন সংগ্রহালয়
৩. প্রতিমিম্ব স্থল
৪. ড. ভীমরাও আম্বেদকর মেমোরিয়াল স্থল
প্রবেশ মূল্য :
১০ টাকা প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে পারবেন।পার্কের গেট লাগোয়াই টিকিট ঘর। পাথরের হাতির সাম্রাজ্যে নির্মল বাতাস খেতে প্রতিদিনই আসে পর্যটক।
প্রবেশের সময় :
সকাল ১১ টা থেকে রাত ৯ টা অবধি খোলা। বছরের সব সময়ই খোলা থাকে এই পার্ক।
তবে আমার মত শীতকাল হলে সারাদিন যাওয়া যেতেই পারে তবে বছরের অন্য সময়ে বিকেলের দিকটাই মনোরম,সুন্দর বাতাস খেলে এই খোলা জায়গায়।ঘুরে দেখার জন্য।বসার জন্য। আর হ্যা, সব থেকে ভালো সময় যদি বলেন সূর্যাস্তের আসে পাশে। আলো জ্বলে ওঠার আগের পার্ক ও পরের পার্ক দুটোই দেখতে পারেন এক সুযোগে।
গুগল ম্যাপ:
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any query, please let me know.