Amadpur Heritage Stay | Amadpur Jamidar Bari | বৈঠকখানা আমাদপুর | 1 Day Tour Near Kolkata | Village Durga Puja
বৈঠকখানা আমাদপুর
বৈচিত্র্যে ভরা আমাদপুর থেকে গত বছরের শেষে ঘুরে এলাম।টেরাকোটার কাজ দেখতে আমরা যারা বিষ্ণুপুর যাই তাদের বলি বর্ধমান জুড়েও ছড়িয়ে আছে অসংখ্য টেরাকোটার মন্দির।বর্ধমান জেলার মেমারির কাছেই এই আমাদপুর,গঞ্জ নয় প্রকৃত অর্থে গ্রাম।মাঠে মাঠে চোখ জুড়ানো ফসল,ধানের গোলা,পুকুর,মন্দির তারই মাঝে চৌধুরীদের বাড়ি।সদর,অন্দর,ঠাকুরবাড়ি,দীঘি নিয়ে চৌধুরীদের বাড়ি।
বর্তমান বাস এখানে হলেও আগে ছিলেন বাংলার মুর্শিদাবাদ জেলার বাসিন্দা।বর্ধমান ও হুগলি জেলার বহু এলাকা মুঘল সম্রাট জাহাঙ্গীরের থেকে পেয়ে আমাদপুরে এসে বসবাস শুরু করেন।নিজেদের প্রতিরক্ষার্থে গ্রামের চার সীমানায় সাঁওতালদের জায়গা দেন,গড়ে ওঠে সাঁওতালদের গ্রাম।তারা তীরন্দাজিতে তুখর।চৌধুরী উপাধি পান,আসলে তারা সেনশর্মা।উপাধি পান শ্রীকৃষ্ণ সেনশর্মা তবে ইংরেজদের থেকে নয় মুঘলদের থেকে।ইংরেজ সমসাময়িক জমিদারি হলেও তারা কোনোদিনই ইংরেজদের পৃষ্টপোষকতা করেননি বরং পরিবারের বেশ কিছু মানুষ পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামে সাহায্যই করেছিলেন।
বাড়িটি ৩৭৫ বছরের পুরোনো।সেই বাড়িতেই বর্তমানে ৬টি ঘরে হোমস্টের ব্যাবস্থা।আছে বেলজিয়াম কাঁচ,জয়পুর থেকে আনা ঝাড় লন্ঠন আরো নানান অ্যন্টিক ফার্নিচার।আছে দুর্গা বাড়ি,রাধা মাধবের মন্দির,কালী মন্দির।শুনে অবাক হলাম বহুবার সেই অষ্ট ধাতুর মূর্তি চুরি করার চেষ্টাও হয়েছে।হেরিটেজ হোমস্টেতেই ছিলাম।আপনারা যারা আমাকে চেনেন তারা হয়তো জানেন হেরিটেজের প্রতি আমার ভালো লাগার কথা।শীতের দুপুরে গ্রাম্য মেঠো পথে,তাজা তাজা সবজি বাগানে ঘুরে বেড়ানো,ফিরে এসে রাধা মাধব ও আনন্দময়ী কালী মন্দিরে সন্ধ্যা আরতি দেখে,আগুন জ্বালিয়ে শীতকে পোষ মানানো, বার বি কিউ,সাঁওতালি নৃত্য দেখার যে আবেশ সে কি সহজে ভোলা যায়!রাত বাড়তে বৈঠকখানায় শিলাদিত্য বাবু ও তার পরিবারের সাথে গল্প,পুরোনো দিনের কথা শোনা।শীত বাড়তে ঘরে ফিরে ডিনার সেরে গুটিশুটি।কুয়াশা মাখা সকালটাও বড্ড সুন্দর।বাড়ি সংলগ্ন দীঘি।বহুদিন পর পুকুর থেকে মাছ ধরে সেই মাছ রান্না করে দিতে দেখলাম,ওজনও পেল্লাই।থাকা খাওয়ার সুব্যাবস্থা হোমস্টেতে।যা খাবেন সেটাই বানিয়ে দেবেন আপনাদের সুবিধার্থে।
কিভাবে যাবেন : কলকাতা থেকে বর্ধমানগামী বাসে বা ট্রেনে মেমারিতে নেমে টোটো করে আসতে পারেন আমাদপুর।
জায়গাটাকে জানতে চাইলে,চাক্ষুষ করতে চাইলে বা যাবার আগে কি কি আছে একবার দেখে নিতে চাইলে আমার করা ভিডিওটি দেখতে পারেন 👇👇
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any query, please let me know.