Margaret's Deck Tea Lounge Kurseong | Cafe in Kurseong | Best Darjeeling Tea Lounge | Goodricke Tea
গরম পড়তেই পাহাড় যেন আমাদের মন টানে।তবে এখন শুধু গরমের দিনেই নয়,ভ্রমনপ্রিয় মানুষ এখন বছরের সব সময়ই পাহাড়ে বেড়ায়।হাতে পরপর দুদিন ছুটি পেলেই ব্যাস! দার্জিলিং হোক বা কার্শিয়াঙ তার শীর্ষ তালিকায়। আর সেই কার্শিয়াঙ এই দার্জিলিং যাবার পথে টুং রেলস্টেশনের কাছেই পাহাড়ের ধাপে রয়েছে ঝুলন্ত এক ক্যাফে ' মার্গারেট ডেক '। আসা যাবার পথে অনেকেই হয়তো দেখেছেন।
তবে আর পাঁচটা ক্যাফের থেকে এটা অনেকটাই আলাদা।কারণ এর সাথে যুক্ত আছে মার্গারেট ও তার ভালোবাসা।কিন্তু কে এই মার্গারেট? মার্গারেটকে জানতে ফিরে যেতে হবে ১৮৬২ তে।যখন এই চা বাগানের নাম মার্গারেট হোপ ছিল না।তৎকালীন চা বাগানের ইউরোপিয়ান ম্যানেজারের ছোট মেয়ে ছিল মার্গারেট।চা বাগানটি সে বড় ভালোবাসত।তার খেলা,শিশুমনের নানা কল্পনা সব ছিল এই চা বাগান কে ঘিরে।হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ায় পরিবারের সাথে তাকে পাঠানো হয় তার দেশ ইংল্যান্ডের উদ্দেশ্যে।দেশে ফেরার পথে জাহাজেই তার মৃত্যু হয়।তার আর কোনোদিনও ফেরা হলো না সাধের চা বাগানে।মেয়েকে ও মেয়ের ভালোবাসাকে আজীবন বাঁচিয়ে রাখতে পরবর্তীতে বাবা চা বাগানের নাম বদলে রাখেন 'Margaret's Hope' . আজকের Margaret's Deck সেই চা বাগানের ঢলে দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে মার্গারেটের ভালোবাসার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any query, please let me know.