St. Bartholomew's Cathedral-Barrackpore

St. Bartholomew's Cathedral-Barrackpore Cathedral
চেনা ব্যান্ডেল চার্চ বা সেন্ট পল্ ক্যাথিড্রাল নয়।এটি ব্যারাকপুরের St. Bartholomew's Cathedral।এর শান্ত স্নিগ্ধ গাছগাছালি ময় পরিবেশ মন ছুঁয়ে গেছিলো আমার।চেনা কোলাহল পূর্ণ ব্যস্ত ব্যারাকপুরের অন্য প্রান্ত যেনো।ব্রিটিশ ব্যারাক।নিয়ে যায় সেই ব্রিটিশ পিরিয়ডে।

ব্যারাকপুরই হলো ব্রিটিশ পিরিয়ডের প্রথম ব্যারাক,যা ১৭৭২ সালে প্রথম স্থাপিত হয়।তাইতো ব্যারাকপুর।তাই ব্রিটিশ পিরিয়ডে ব্যারাকপুরের আলাদা মর্যাদাই ছিল।ক্যান্টনমেন্ট এলাকা গড়ে উঠেছিল অফিসসহ উচ্চপদস্থ ব্রিটিশ কর্মচারীদের গথিক স্টাইলের বাগান বেষ্টিত বাংলো, যার পাশে বয়ে যেত হুগলী নদী,স্কুল।তখনই বাসস্থানের সাথে প্রয়োজন হয়ে পড়ল প্রার্থনা গৃহের।সেই উদ্দেশ্যেই এই ক্যাথিড্রাল নির্মাণ করা হয় ১৮৪৭ সালে,গথিক স্থাপত্যের কারুকার্যে। নিয়মিত উপাসনা গৃহে শুরু হল গোরা সাহেবদের আনাগোনা।এই চার্চ টি Garrison Church নামেও পরিচিত।

Related Posts : Barrackpore Annapurna Mandir
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any query, please let me know.