Tower Bridge-London Icon

Tower Bridge-London Icon-London Bridge

Tower Bridge-London Icon-London Bridge

টাওয়ার ব্রীজ,টাওয়ার অফ লন্ডনের একদম কাছেই থেমস নদীর দুপ্রান্তের মধ্যে যোগসূত্র স্থাপনকারী একটি ব্রীজ।লন্ডনের প্রধান দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম এটি।মূল আকর্ষণও বলতে পারেন।অজস্র সিনেমায় লন্ডনকে চেনাতে ওপর থেকে যে ভিউ আমাদের সামনে তুলে ধরা হয়(Bird's Eye View)সেখানে এই সেতু স্বমহিমায় মধ্যমণি হয়ে জ্বল জ্বল করে।এককথায় লন্ডনের আইকন।তবে শুধু এটুকুই নয়।এরকম নদীর ওপর গড়ে ওঠা ব্রিজ ত রয়েছে বহু দেশেই,কিন্তু ব্রীজ মাঝখান থেকে খুলে ওপরে উঠে যাওয়ার বিশেষত্ব আছে শুধু টাওয়ার ব্রীজ,লন্ডনের ই। দুপ্রান্তে আছে সদৃশ দুটি ব্রীজ টাওয়ার,যেগুলো আসলে "The Tower Bridge Exhibition Display House".(যেখানে দেখতে পাওয়া যাবে বিভিন্ন পুরোনো ছবিসহ,মডেল,আসল স্টিম ইঞ্জিন)।

Tower Bridge-London Icon-London Bridge

Tower Bridge-London Icon-London Bridge

এই ব্রিজের তলা দিয়ে অনায়াসেই বোট,রিভার ক্রুজ চলাচল করে।কিন্তু সেই জলযানের উচ্চতা যদি ৯মিটার(৩০ ফুটের বেশি লম্বা হয়)তবে তা আর ব্রিজের তলা দিয়ে যেতে পারে না,তখন ব্রীজ মাঝখান দিয়ে খুলে ওপরে উঠে সেই জলযানকে প্রবেশের পথ করে দেয়।আর ঠিক সেই মুহূর্তের জন্যব্রিজের ওপরের লকগেট দিয়ে দু প্রান্তের চলাচল বন্ধ করে দেয়া হয়।প্রতিদিন প্রায় ৪০,০০০ লোক যাতায়াত করে এই ব্রিজের ওপর দিয়ে।শেষ পরিসংখ্যান অনুযায়ী ২০১৯ এ এই ব্রীজ ৭২৫ বার খোলা হয়েছিল।

Tower Bridge-London Icon-London Bridge

১৮৯৪ সালের ৩০শে জুন,প্রিন্স অফ ওয়েলসের উপস্থিতিতে উদ্বোধন হয় লন্ডন তথা বিশ্বের অন্যতম প্রধান দর্শনীয় সেতু।

Tower Bridge-London Icon-London Bridge

ব্রীজ কখন খুলবে তার কোনো নির্দিষ্ট দিন ও সময় নেই।যখন ৯ মিটারের উচুঁ জলযান প্রবেশের দরকার হবে,সেই সংস্থাকে টাওয়ার ব্রীজের নিজস্ব ওয়েবসাইটে ২৪ ঘণ্টা আগে আবেদন করতে হয়।আবেদন মঞ্জুর হলেই নির্দিষ্ট সময় সেই জলযানের জন্য টাওয়ার ব্রীজ খুলে যায়,চিচিংফাঁক এর মত।

Tower Bridge-London Icon-London Bridge

রাণীর জন্মদিন বা রাজপরিবারের নতুন সদস্য সদস্যাদের আগমন তিথি অনুযায়ী এই ব্রিজও আলোক সজ্জায় কখনো নীল,কখনো গোলাপী হয়ে সেজে  সেই আনন্দে সামিল হয়েওঠে।

Tower Bridge-London Icon-London Bridge

Tower Bridge-London Icon-London Bridge

কলকাতার পর আমার পছন্দের শহর লন্ডন।বেশ কিছু বছর সেখানে থাকারও সৌভাগ্য হয়েছিল।তাই বছরের,দিনের বিভিন্ন সময়ের টাওয়ার ব্রীজকে দেখে এটাই বলব টাওয়ার ব্রীজ দেখলেই চোখ জড়াবে কিন্তু এই ব্রিজকে খুলতে দেখার সাক্ষী হবার মধ্যেও রয়েছে অন্য রোমাঞ্চ।প্রথমবার দেখলে যে বিস্মিত হবেন তাতে কোনো সন্দেহ নেই!

Related Posts : HMV Logo History

মন্তব্যসমূহ

Popular Posts

Rani Rashmoni Ghat Halisahar | Fuchka Gram | Dayouting Near Ganges | Weekend Tours Near Kolkata

Gobardanga Jamidar Bari-Prasannamoyee Kali Mandir-Gobardanga Kalibari

Gobardanga Prasannamoyee Kali Mandir-Gobardanga Kalibari

Top 10 Rajbari near Kolkata-Zamindar Houses in Bengal-Heritage Home Stay-Dayout Plan-Weekend Tour