Smaranika Tram Museum-Vintage Tram-Kolkata City Tours
ট্রামের দুটি কামরার,যাকে প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণি বলতাম সেই নিয়েই এই ব্যাবস্থাপনা। যদিও ১৫ই আগষ্ট ২০১৩ সাল থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণি তুলে দেয়া হয়েছে।নেই কোনো বিশেষ সুবিধা ও ভাড়ার বৈষম্যও। তাই প্রথম ও দ্বিতীয় কামরা বলাই শ্রেয়।প্রথম কামরায় ছোটো ক্যাফে ও সল্প বসার ব্যবস্থা। চা তেষ্টা মিটবে নিঃসন্দেহে।
প্রথম কামরা দিয়েই যেতে হবে দ্বিতীয় কামরায়, ট্রাম মিউজিয়ামটায়। যেখানে সযত্নে সংরক্ষিত আছে পুরোনো কিছু ছবি, আগের বিভিন্ন টিকিট, ব্যাচ, টোকেন ও পুরোনো কিছু ট্রামের ইউনিফর্ম। ট্রামের অতীত ইতিহাসকে দেখতে পাবেন।সাথে সব রকম ট্রামের ছোটো সংস্করণ রাখা আছে,অল্প বর্ণনার সাথে। ১০টাকা টিকিটের বিনিময়ে অতীতকে একবার ঝালিয়ে নিতেই পারেন এই স্মরণিকার সাথে। টিকিটটাও ট্রাম টিকিটের মতই, টিকিটটাই একটা সুবেনিয়ার বলতে পারেন আপনার ভ্রমণের। ৪৫ মিনিটের বেশি বসার অনুমতি দেয়া হয় না।যদিও যথেষ্ট এই সময় অতীত সাক্ষী ও চায়ে চুমুকের জন্য।
ট্রাম মিউজিয়াম এর সময়সূচী ও টিকিট মূল্য :
সপ্তাহের প্রতিদিন ই খোলা থাকে দুপুর ১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।শুধুমাত্র বৃহস্পতিবার বন্ধ এই পরিষেবা। টিকিট মূল্য ১০ টাকা।থাকতে পারেন সর্বোচ্চ ৪৫ মিনিট সময়।
এসপ্ল্যানেড ট্রাম ডিপো ( সুরেন্দ্রনাথ উদ্যান )
গুগল ম্যাপ:
https://goo.gl/maps/AHmy1afnJwaWWcgS9
ক্যাফে :
অল্প বসার জায়গার আয়োজন।১৫জনের কাছাকাছি বসতে পারে এক সাথে। আছে একদম অল্প কিছু মেনু,যেমন-চা,কফি,বিস্কুট,চিপস,জুস এর বোতল, চকোলেট। চায়ে চুমুক দিতে পারেন সামনে টেলিভিশনের পর্দায় ট্রাম সম্পর্কিত ডকুমেন্টরি দেখতে দেখতে।
ট্রামের ভিতর ছবি তোলা নিষেধ।বাইরের খাবার খাওয়া র অনুমতি নেই।
অকারণ বেশিক্ষণ সময় বসে থাকতে দিতে কতৃপক্ষের আপত্তি (৪৫ মিনিট বরাদ্দ)।
কিভাবে যাবেন :
কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা বা এসপ্ল্যানেড এই পাবেন এই ট্রাম। কে. সি. দাস মিষ্টির দোকানের ও মেট্রো স্টেশন এর ঠিক বিপরীতেই পাবেন এই স্মরণিকা কে।
কাছাকাছি ঘুরে দেখুন :
একটা বিকেল যদি ধর্মতলায় কাটাতে চান তবে ট্রাম মিউজিয়াম ঘুরে অনায়াসেই আরও কিছু জায়গাও ঘুরে নিতে পারেন।একদম কাছেই। বিড়লা প্লেনেটোরিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল,জহরলাল নেহরু চিলড্রেনস মিউজিয়াম, প্রিন্সেপ ঘাট।
আমাদের ব্যাস্ততম জীবনের সাথে ছোটো র প্রতিযোগিতায় আজ ট্রাম হয়ত পিছিয়ে পড়েছে।কিন্তু গরিমা আজও আছে।থাকবে নাই বা কেনো ট্রাম চালুর সেই প্রাক্কালে কলকাতা ছিল,আজও আছে।এই তো হেরিটেজ। একেই আমাদের বয়ে নিয়ে যেতে হবে।রোজকার ১০ টা ৫ টার তাড়াহুড়োয় না চড়লেও নেহাত ভালো লাগা থেকে ট্রামে চড়া হবে আমাদের গৌরবের।
বিভিন্ন কারণ বশত আজ ট্রাম জনপ্রিয়তা হারালেও বহু মানুষের অনেক স্মৃতি জড়িয়ে আছে। কলকাতাবাসী হিসাবে আমাদের উচিত এই ঐতিহ্যকে টিকিয়ে রাখা।
Related Posts : Kolkata Tram History, Zebra Pulled Car, Kolkata Tram Library, Kolkata Tram Victoria Restaurant, Kolkata Tram Heritage Tour, Paat Rani
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any query, please let me know.