Itachuna Rajbari - Heritage Hotel - Weekend Trip - Haunted Rajbari

tachuna Rajbari-Heritage Hotel-Weekend Trip - Haunted Rajbari-Itachuna Rajbari Food Tariff

tachuna Rajbari-Heritage Hotel-Weekend Trip - Haunted Rajbari-Itachuna Rajbari Food Tariff


Itachuna Rajbari-Heritage Hotel-Weekend Trip - Haunted Rajbari-Itachuna Rajbari Food Tariff

"খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে

বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে?"

এই ছড়া শুনে বড়ো হওয়া আমাদের।আর এই ছড়ার মধ্যেই লুকিয়ে আছে ইটাচুনা রাজবাড়ির ভিত্তির ইতিহাস।কোনো বাঙ্গালী বনেদী পরিবারের সম্পত্তি না এই বাড়ি।বর্গী উত্তরসূরী " সাফল্য নারায়ণ কুন্ডু "এই বাড়িটি তৈরি করেন ১৭৬৬ সালে।

ফিরে যাই সেই অস্থির বাংলায়।যখন বারবার মারাঠা যোদ্ধারা বাংলায় আক্রমণ করেছিল,লুট চালিয়েছিল টানা প্রায় দশ বছর সেই সময়,চৌথ আদায়ের জন্য। ঔরঙ্গজেব এর পরবর্তী মুঘল সম্রাটরা চালু করেন চৌথ,যা একপ্রকার খাজনা বিশেষ।মুঘল সাম্রাজ্যের ভগ্নদশার সুযোগ নিয়ে মারাঠা যোদ্ধা 'ভাস্কর পণ্ডিত ও রঘুজি ভোঁসলে' আক্রমণ শুরু করে বাংলায়।


Watch full Itachuna Rajbari video with detailed plan, food and history -


 

মারাঠা সৈন্যরাই সবার কাছে বর্গী বলে পরিচিত।বাংলার শ্যামল জল হাওয়াকে আপন করে থেকে যায় অনেক বর্গীরা পরবর্তীকলে।নিজেদের ব্যবসা করে ফুলে ফেঁপে ওঠে তারা।প্রচুর সম্পত্তির মালিকানা অর্জন করে। এদের মধ্যে "কুন্দন" গোত্রীয় বর্গী ইটাচুনায় থাকতে শুরু করে যারা বাঙালিদের সাথে মিলেমিশে 'কুন্দন' থেকে হয় "কুন্ডু"।
এই কুন্ডদেরই পাঁচমহলা বাড়ি হলো এই ইটাচুনা রাজবাড়ি।যা বর্তমানে 'হেরিটেজ হোটেল '।
Itachuna means Brick(Ita) and Limestone (Chuna).

বিজয় নারায়ান কুন্ডু ১৮৯৬ সালে বাড়িটি পুনরায় সংস্কার করেন।কুন্ডু ফ্যামিলি রমরমা ছিল ব্রিটিশ পিরিয়ডে লর্ড কর্নওয়ালিশের সময়।

পরবর্তীকালে বাড়ির সদস্যরা সিদ্ধান্ত নেন বাড়িটিকে 'Heritage Home Stay' করবেন।তাতে লোকের ভালো লাগা র দিক  যেমন থাকবে এতবড়ো বাড়ির সংস্কারের খরচও উঠে আসবে এর মাধ্যমেই।

'তবে তাই হোক ' সিনেমার সেই দৃশ্যটার কথা মনে পড়ে যেখানে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় পড়ন্ত বিকেলে অপূর্ব একটি বাড়ির ছাদে গালে হাত দিয়ে কি যেন ভাবছেন বা 'লুটেরা' হিন্দি সিনেমাতে দেখা গেছিলো সারা বাড়ির নানা দৃশ্য। 'কৃষ্ণকান্তের উইল' সিনেমা জুড়েও রয়েছে এই বাড়িই। তা সে ছাদই হোক বা বাড়িটি,বড়ো টেনেছিল আমায়।

সেই টানেই একদিন সকালে রওনা হয়ে পড়লাম গাড়ি নিয়ে।বুকিং যদিও অনেক আগেই করতে হয়,নাহলে ফাঁকা পাওয়া মুসকিল।
কলকাতা থেকে ৩ ঘণ্টার মধ্যেই প্রথমে হাইওয়ে ও পরে গ্রামের কাঁচা পাকা রাস্তা দিয়ে পৌঁছে গেলাম হুগলি জেলার খন্যান নিকটবর্তী এই বাড়িতে।আগে যা ছিল কাছাড়ি বাড়ি সেটাই বর্তমান ম্যানেজারের রুম।সেখানে প্রথমে দেখা দিয়ে ম্যানেজার সঙ্গে নিয়ে প্রবেশ করলো ঠাকুরদালান পেরিয়ে অন্দরমহলে।
পাথরের গ্লাসে গন্ধ রাজের সরবত দিয়ে অভিবাদন জানানো হলো রাজবাড়ির পক্ষ থেকে।পথের ক্লান্তির পর যেন অমৃতের স্বাদ পেলাম।তারপর দোতলায় নিজের ঘরে যাবার পালা।

যৌথ পরিবারের সদস্যদের কথা স্মরণ করিয়ে দিতে ঘরগুলির নামও তাই ঐতিহ্যবাহী - ' বড়ো বৌদির ঘর ', 'বড়ো পিসির ঘর','ছোট পিসির ঘর', গিন্নিমা 'জেঠামশাই', এভাবে দেয়া।আছে মোট ১৪ টা ঘর, ওপর নীচ মিলিয়ে।
বাড়ির ভিতরে থেকে রাজকীয় ভাবও আনতে পারেন আবার কেউ যদি চান বাড়ির বাইরে বাগানে কুঁড়ে ঘরে থেকে গ্রাম্য অনুভূতিও আনতে পারেন।কিন্তু অন্দরমহলে থাকার ভালোলাগা একটু বেশিমাত্রায়।যদি আমার মত এই বাড়িগুলোকে ভালোবেসে থাকেন।

tachuna Rajbari-Heritage Hotel-Weekend Trip - Haunted Rajbari-Itachuna Rajbari Food Tariff

প্রতিটি ঘরই সাবেকি পালঙ্ক ও আসবাব দিয়ে ভরপুর।যদিও শহুরে মানুষের কথা মাথায় রেখে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র পরে লাগানো হয়েছে।পালঙ্কে শুয়ে এটাই মনে হবে "মেজাজ টাই তো আসল রাজা....."

বিশাল পরিধির এই বাড়িতে আছে বাহির মহল,অন্দরমহল,কাছাড়ি বাড়ি, ঠাকুর দালান,নাচ ঘর,রান্না ঘর,অতিথিশালা,খিড়কি পুকুর ও পিছনে খামার বাড়ি।নাট মন্দিরে শ্রীধর জিহুর পুজো হয় দিনে তিনবার নিষ্ঠা সহকারে কুলোপুরহিত দ্বারা।


tachuna Rajbari-Heritage Hotel-Weekend Trip - Haunted Rajbari-Itachuna Rajbari Food Tariff


tachuna Rajbari-Heritage Hotel-Weekend Trip - Haunted Rajbari-Itachuna Rajbari Food Tariff

সেযুগের রাঁধুনীদের বংশধররাই আজও রান্না করে চলেছেন।স্বাভাবিকভাবেই রান্না ও পরিবেশনা পুরো রাজকীয়। কাঁসার বাসন,পাথরের বাটি,পাখার বাতাস,এক ঝটকায় যেন ফিরে যাওয়া অতীতে।ভাত, লুচি,শুকতো,ডাল,ভাজা থেকে শুরু করে মাছ,কচি পাঁঠার ঝোল,চাটনী ও দই সহযোগে এলাহী আয়োজন।দুপুরের দিকে একপশলা বৃষ্টি হয়ে গেলো।


tachuna Rajbari-Heritage Hotel-Weekend Trip - Haunted Rajbari-Itachuna Rajbari Food Tariff

বাড়ির এপ্রান্ত থেকে ওপ্রান্ত যতটা,ছাদ সবটা জুড়ে একে বেঁকে।কি যে বিশাল ও রহস্যময়! ছাদ থেকে নামতে নামতে সন্ধ্যা।নাটমন্দিরে তখন আরতি হচ্ছে,ঘণ্টা বাজছে।পুজো শেষে অন্দরমহলের পিছনে খামারবাড়ি সংলগ্ন জায়গায় চা ও টায়ের বন্দোবস্ত। সাথে ম্যানেজার এর মুখে শুনে নেয়া এই বাড়ির অতীত ও বর্তমানের গল্প। শীতকালে ক্যাম্প ফায়ার ও বার্বিকিউ এর ব্যবস্থা করে দেন এনারাই।


tachuna Rajbari-Heritage Hotel-Weekend Trip - Haunted Rajbari-Itachuna Rajbari Food Tariff

আলোয় ঝলমলে রাজবাড়ি।দিনে ও রাতে আলাদা দুই রূপ যেন।এত বড়ো বাড়ি কিন্ত আজ নীরব।সন্ধ্যা বেলায় এক সময় নাচ ঘর থাকত জমজমাট।আজও তারা নাচে হয়তো সবার অলক্ষে, রাতের অন্ধকারে।

তবে এই বাড়ির কিন্তু ভৌতিক বাড়ি হিসাবে সুনাম আছে।অনেকেই নাকি ঘুঙুরেআওয়াজ,আর্তনাদ,দরজা নিজে থেকে খোলা ও বন্ধ হয়ে যাওয়ার কথা শুনেছেন। যদিও আমাদের সে সৌভাগ্য হয় নি।তবে বাড়ির তত্ত্বাবধানে থাকা লোকেরা রাতে বিশেষ বেরোতে দেন না এটা ঠিক।সন্ধ্যার পর থেকে গা ছমছমে পরিবেশ সেটা অস্বীকার করার উপায় নেই।

রাত গড়িয়ে সকাল হলো সিঁড়ি দিয়ে ওঠা সাবেকি পালঙ্কে শুয়ে।সকালে ঘুম ভাঙলো বাঁশির সুরে।এটা এ বাড়ির রীতি।ঘরের লগোয়া বারান্দায় ছিল সকালের চায়ের ব্যবস্থা।চলছে নিত্যপুজোর আয়োজন।অন্দর থেকে দেখা রোদ ঝলমলে সকালের বাহির মহল।

বাড়ির আনাচে কানাচে ঘুরে,তাদের ব্যবহৃত জিনিস একদিনের জন্য হলেও ব্যবহার ও আবহ উপভোগ করে একদিনের জন্য রাণী বা রাজা মনে করতেই পারেন নিজেকে।
সকালের জলযোগ লুচির সাথে সাদা আলুর তরকারি,বোঁটাশুদ্ধু বেগুন ভাজা,মিষ্টি,পরমান্ন যেন বলছিলো আর একদিন থাকলে মন্দ কি।কিন্তু বুকিং নেই যে।ফিরতেই হবে।

অনেক ভালোলাগা নিয়ে ফিরেছিলাম সেদিন।আর এই ভালোলাগাকে রেখে দেবো স্মৃতির মণিকোঠায় সারাজীবন।


পথ নির্দেশ :

১.খন্যান স্টেশন থেকে অটোতে দশ মিনিট।
২.গুগল ম্যাপের দৌলতে গাড়িতে আসতেই পারেন খুব সহজে -

    গুগল ম্যাপ:  https://goo.gl/maps/QGmMRvwEsMMonX8eA

ঠিকানা :                                                                      

গ্রাম ও পোস্ট অফিস - ইটাচুনা                                         

পুলিশ স্টেশন - পান্ডুয়া

জেলা - হুগলী

বুকিং করার ফোন নম্বর : 919674537940

থাকবার ঘর সংক্রান্ত তথ্য:

অন্দরমহল ও বাড়ির বাইরে বাগানে থাকার সুবিধা আছে। সব ঘরগুলিকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে। 

যেমন - A+, মা,বিলাসমঞ্জরী,আনন্দ,ছোটোপিসি ও বড়দি, হাট।

ক্যাটাগরি ১

আনন্দ -  এটা সভাঘর, সারাদিনের জন্য শুধু থাকা সম্ভব। একসাথে কমপক্ষে ১৫-২০ জন থাকতে পারেন।

ক্যাটাগরি A+

    ১. বড়বৌদি- দোতলার এই ঘরটিতে ২ জনের থাকার ব্যবস্থা। 

        ভাড়া ৪৮০০ টাকা + GST

    ২. ছোটো বৌদি- দোতলার এই ঘরটিতে ২ জনের থাকার ব্যবস্থা। 

        ভাড়া ৪৫০০ টাকা + GST

    *৩.ঠাকুমা - দোতলার এই ঘরটিতে ২ জনের থাকার ব্যবস্থা। 

        ভাড়া ৪৫০০ টাকা + GST

        তবে এই ঘরের সুবিধা হলো অতিরিক্ত বেড নিয়ে থাকা সম্ভব।অতিরিক্ত এই বেড নিলে ৬০০ টাকা অতিরিক্ত।

    *৪. বড়পিসি - দোতলার এই ঘরটিতে ২ জনের থাকার ব্যবস্থা। 

         ভাড়া ৪৫০০ টাকা + GST

         তবে এই ঘরের সুবিধা হলো অতিরিক্ত বেড নিয়ে থাকা সম্ভব।অতিরিক্ত এই বেড নিলে ৬০০ টাকা অতিরিক্ত।

ক্যাটাগরি - মা

     ১.গিন্নি মা - এই ক্যাটাগরির সব ঘরগুলো একতলায় অবস্থিত। ৩ জনের থাকার ব্যবস্থা

                         ভাড়া ৩৬০০ টাকা + GST

     *২. বড়মা -  ২ জনের থাকার ব্যবস্থা।

                        ভাড়া ৩০০০ টাকা +GST

                        একতলার এইঘরটিতে অতিরিক্ত বেড নেবার ব্যবস্থা আছে।আর অতিরিক্ত বেড মানেই ৬০০ টাকা                             অতিরিক্ত।               

     *৩.মেজমা - ২ জনের থাকার ব্যবস্থা।

                         ভাড়া ৩০০০ টাকা +GST

                         একতলার এইঘরটিতে অতিরিক্ত বেড নেবার ব্যবস্থা আছে।আর অতিরিক্ত বেড মানেই ৬০০ টাকা                             অতিরিক্ত। 

ক্যাটাগরি বিলাসমঞ্জরী

                একতলার এই ঘরটিতে ২ জনের থাকার সুব্যবস্থা।

                খরচ ৮৯০০ টাকা +GST

এছাড়াও

     কাকাবাবু - ২ জনের থাকার সুবিধাযুক্ত দোতলার ঘর। খরচ ৩০০০টাকা + GST

     পিসেমশাই - ২ জনের থাকার সুবিধাযুক্ত দোতলার ঘর। খরচ ৩০০০টাকা + GST

     ছোটো পিসি - ২ জনের থাকার সুবিধাযুক্ত দোতলার ঘর। খরচ ৪১০০টাকা + GST

     জেঠামসাই - ২ জনের থাকার সুবিধাযুক্ত দোতলার ঘর। খরচ ২৪৯৯টাকা + GST

     বড়দা - ২ জনের থাকার সুবিধাযুক্ত দোতলার ঘর। খরচ ২৯০০টাকা + GST

 এ তো গেল অন্দরমহলের খরচের কথা।।

 ক্যাটাগরি মাড হাউস (বাড়ির বাইরে কুঁড়ে ঘর)

১.অপরাজিতা - ২ জন থাকতে পারেন। খরচ ১৯০০ টাকা + GST

২. কনকলতা -২ জনের থাকার সুবিধাযুক্ত ঘর। খরচ ২৪০০টাকা + GST

৩. মাধবীলতা - ২ জনের থাকার সুবিধাযুক্ত কুড়ে ঘর। খরচ ১৯০০টাকা + GST

৪. ঝুমকোলতা - ২ জনের থাকার সুবিধাযুক্ত বাগানের ঘর। খরচ ২৪০০টাকা + GST

*খাবার খরচ এছাড়া অতিরিক্ত।

বিশেষ আকর্ষণ:

বসন্ত উৎসব খুব ধুমধাম করে পালন করা হয়।পরিবারের লোকেরা মিলে যায় স্থানীয় লোকজন ও অতিথিদের সাথে।আগের দিন থেকে শুরু করে সেই দিন নানা অনুষ্ঠান।খাবারের তালিকায় থাকে বিশেষ রকমের নানা পদ।সকালবেলা থেকেই শুরু হয় নাচ,গান,কচিকাঁচাদের কলতান।পরে পদযাত্রা ও আবিরখেলা।

সেরা ভৌতিক বাড়ির সুনাম আছে এই বাড়ির।সৌভাগ্য হলে দর্শন হতেও পারে তেনাদের।

অতিরিক্ত সুবিধাসমূহ :

* গাইড দ্বারা পরিচালিত ট্যুর

* ২৪ ঘণ্টার ডাক্তার পরিসেবা

* Wi-Fi পরিসেবা

* বিভিন্ন আঞ্চলিক অনুষ্ঠান(বাউল)

* আগে থেকে বিভিন্ন অনুষ্ঠানের জন্য বুক করা সম্ভব।যেমন - (summer camp,workshop)

* Pre-Wedding ছবি তোলার সুযোগ

* বাঁশির সুরে মুখরিত সকাল    tachuna Rajbari-Heritage Hotel-Weekend Trip - Haunted Rajbari-Itachuna Rajbari Food Tariff

* ঘুরিওড়ানোর ব্যবস্থা

* মাছ ধরার আয়োজন সম্ভব

* ইনডোর ও আউটডোর বিভিন্ন খেলার সুযোগ

* রাত্রিবেলা গ্রামের ভিতর হেঁটে ঘুরে বেড়ানোর   অভিজ্ঞতা সম্ভব

* বার-বি-কিউ

* বন 🔥 ফায়ার (যদিও শুধু শীতকালে)



tachuna Rajbari-Heritage Hotel-Weekend Trip - Haunted Rajbari-Itachuna Rajbari Food Tariff
                                                                           

                                                        অন্দরমহল


tachuna Rajbari-Heritage Hotel-Weekend Trip - Haunted Rajbari-Itachuna Rajbari Food Tariff
                                                                

                                                        অন্দরমহলের দিকে


tachuna Rajbari-Heritage Hotel-Weekend Trip - Haunted Rajbari-Itachuna Rajbari Food Tariff


tachuna Rajbari-Heritage Hotel-Weekend Trip - Haunted Rajbari-Itachuna Rajbari Food Tariff
                                                             

                                             অন্দরমহলের ভিতরের পথ


tachuna Rajbari-Heritage Hotel-Weekend Trip - Haunted Rajbari-Itachuna Rajbari Food Tariff


                                          একদিনের জন্য আমাদের ঘর,"বড়বৌদির ঘর"                                                                                 
tachuna Rajbari-Heritage Hotel-Weekend Trip - Haunted Rajbari-Itachuna Rajbari Food Tariff

         হাজার টাকার ঝাড়বাতিটা,রাতটাকে যে দিন করে দেয়


tachuna Rajbari-Heritage Hotel-Weekend Trip - Haunted Rajbari-Itachuna Rajbari Food Tariff

                                             ছাদ থেকে অন্দরমহলে

tachuna Rajbari-Heritage Hotel-Weekend Trip - Haunted Rajbari-Itachuna Rajbari Food Tariff

                                             ছাদ থেকে বাহিরমহলে

                                   
tachuna Rajbari-Heritage Hotel-Weekend Trip - Haunted Rajbari-Itachuna Rajbari Food Tariff

                                                       কি‌ মিষ্টি এ সকাল

tachuna Rajbari-Heritage Hotel-Weekend Trip - Haunted Rajbari-Itachuna Rajbari Food Tariff
tachuna Rajbari-Heritage Hotel-Weekend Trip - Haunted Rajbari-Itachuna Rajbari Food Tariff

                                             এখানেও থাকা যায়

tachuna Rajbari-Heritage Hotel-Weekend Trip - Haunted Rajbari-Itachuna Rajbari Food Tariff

                                             এরা পোষা
   
tachuna Rajbari-Heritage Hotel-Weekend Trip - Haunted Rajbari-Itachuna Rajbari Food Tariff

tachuna Rajbari-Heritage Hotel-Weekend Trip - Haunted Rajbari-Itachuna Rajbari Food Tariff

         ঘুম ভাঙানি বাঁশিওয়ালা ( Itachuna Rajbari Banshi )

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any query, please let me know.

Popular Posts

Rani Rashmoni Ghat Halisahar | Fuchka Gram | Dayouting Near Ganges | Weekend Tours Near Kolkata

Sonajhuri Haat-Khoai Mela-Baul Gaan-Santiniketan

Top 10 Rajbari near Kolkata-Zamindar Houses in Bengal-Heritage Home Stay-Dayout Plan-Weekend Tour

Chatu Babu Latu Babur Bari - Bonedi Barir Durga Puja