Tagore's House in England - Hampstead
Tagore's House in England-Rabindranath in England
আজ ২৪শে বৈশাখ।আগামীকাল ২৫শে বৈশাখ। অর্থাৎ সকাল হতে না হতেই দূরদূরান্ত থেকে ভেসে আসা 'চির নূতনের দিল ডাক ২৫ শে বৈশাখ হে নূতন'।তবে গত দুবছরে ছবি যদিও পুরো বদলে গেছে,প্রাণের দায়ে মহামারীর কবলে উৎসবের মতো বিলাসিতার মানসিকতা নেই আমাদের।যদি দুবছর আগে চলে যাই তবে এসময় ২৫শে বৈশাখকে কেন্দ্র করে ছোটো বড়ো সকলের নানা অনুষ্ঠানের রিহার্সাল চলছে।তার কোনটি বড়ো মঞ্চ, কোনটি বা পাড়ার মঞ্চ বা ছাদ বা যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান।সকালে মঞ্চ প্রস্তুত থেকে মাইক টেস্টিং আর ফাইনাল রিহার্সাল এই নিয়েই ২৫শে বৈশাখ।যদিও এই থমথমে নিস্তরঙ্গ বৈশাখের আরও একবার মুখোমুখি হয়েছিলাম আমি।সে প্রসঙ্গে আসি।
২০১৬, আমি সেবার লন্ডনে।এবার করোনার আঘাতে যেমন নেই মাইকের আওয়াজ, সেবারও ছিল না আমাদের ফাইনাল রিহার্সালের ব্যস্ততা,ছিল না সাজগোজের হুড়োহুড়ি।
তাই মনস্থ করেছিলাম বিদেশে বসে এবার কবির জন্মদিনে খুঁজে বার করবো কবির বাড়ি।পৌঁছবই।সেই হবে আমার তাঁর জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি।বাংলায় ১৪২৩ এর ২৫শে বৈশাখের( ইংরেজি ২০১৬) সকালে তাই পৌঁছে গেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের লন্ডনের বাড়ি।
আগের দিন অনেক খোঁজাখুঁজির পর গুগল এর সাহায্যে ঠিকানা তো পেলাম।ঠিকানা পাওয়ার পর এবার কোন টিউব লাইন দিয়ে পৌঁছব সেটাও ছকে নেয়া হলো।কিন্তু সেই ঠিকানা খুঁজে পৌঁছানো যে কত কঠিন তা গিয়ে বুঝলাম।বিশেষ করে বিদেশে।যেখানে কেউ কাউকে চেনে না।প্রয়োজনের অতিরিক্ত কথা বলে না।'Stratford' থেকে ওভার গ্রাউন্ডের ট্রেন ধরে 'Hampstead Heath' পৌঁছলাম। 'Hampstead Heath' একটি উঁচুনিচু এলাকা।গুগল ম্যাপ এর সৌজন্যে বেশ কিছুদূর গিয়ে উচু উঠে রাস্তা ঢুকে যায় বনের মধ্যে।ফাঁকা ধূধূ। পথে অল্প লোক পেয়েছিলাম কিন্তু তারা কোনোভাবেই সাহায্য করতে পারেন নি,নেই এখানের মত মোড়ে মোড়ে চায়ের দোকান যেখানে আজও অনেক আগন্তুক অনেক প্রশ্নের উত্তর পায়।খানিক আশা ছেড়েই দিচ্ছিলাম। ভয়ও লাগছিল।কিন্তু এতদূর এসে ফিরতে ইচ্ছা করলো না। বনের সৌন্দর্য্য দেখে মনে হলো এই পরিবেশ এর আশপাশে কবির থাকাটা খুবই প্রাসঙ্গিক।আবার হাঁটা শুরু করলাম এই ভেবে দেখা যাক কি আছে পথের শেষে।বন শেষে পুকুর।অবাক লাগলো পুকুরটা দেখে।অবিকল আমাদের গ্রামবাংলার মতো।না দেখলে বিশ্বাস হতো না যে লন্ডন সবার চেনা,তার বাইরেও একটা লন্ডন আছে।পুকুর ছেড়ে হাঁটতেই যেনো আশার আলো।আবার কিছু বসত বাড়ি দেখা যাচ্ছে।একজন প্রবীণ ভদ্রলোক জানালেন আমাদের ঠিকানা এই পথেই যদিও ট্যাগর নামটি আগে তিনি শুনেছেন বলে মনে হলো না।এবার সত্যি পৌঁছে গেলাম 3 Villas of Heath,Hampstead.
১৯১২ সালে এখানেই ছিলেন কবি।কবির বিলেতের বাড়ি।গীতাঞ্জলির অসম্পূর্ণ কাজও এবাড়িতে। তবে এবাড়িতে এখন অন্য সদস্য থাকে। সংরক্ষিত হলে আরও ভালো লাগতো।
অসম্ভব ভালো লাগা নিয়ে ফিরেছিলাম সেদিন।
নাই বা হলো একবার নাচগান।মনের ঠাকুর মনেই রইবে সারাজীবন।পুজো তো নিত্যনৈমিত্তিক।আমার প্রাণের রবীন্দ্রনাথ ঠাকুরকে জন্মদিনে জানাই শতকোটি প্রণাম।
Route :
1) Take overground train from Stratford to Richmond and reach Hampstead Heath. Walk for 15 mins to reach that place.
2) Take underground ( Tube ) Northern Line ( Black ) and reach either Hampstead or Belsize Park
Walk for 15 mins to reach that place.
প্রায় কাছাকাছি
এই সেই কবির ইংল্যান্ডের বাড়ি
Awesome description...
উত্তরমুছুন