Denmark Tavern-Serampore Heritage Cafe-Hooghly Heritage
ডেনমার্ক টাভার্ন, শ্রীরামপুরের একটি অত্যন্ত উন্নতমানের রেস্তোরাঁ এবং যেখানে বিলাসবহুলভাবে সারা দিন ও রাত্রিযাপন করা যায়,তার জন্য এলাহী আয়োজনও আছে। নিশান ঘাটের ওপর, হুগলী নদীর একদম ধারে অবস্থিত এই দোতলা ক্যাফে তথা হোটেল।
তখন বাংলার নবাব আলীবর্দী খাঁ। তাঁর অনুমতিতে ১৭৫৫ সালে ডেনিশরা প্রথম বাংলাতে উপনিবেশ ও ব্যবসা শুরু করে। স্থাপন করে "ফ্রেডরিকস নগর ", পঞ্চম রাজা ফ্রেডরিকএর নামানুসারে। সেই 'ফ্রেডরিকস নগর'ই বর্তমান শ্রীরামপুর।
১৭৮৬ সালে, 'জেমস্ পার' প্রথম এই ডেনমার্ক টাভার্ন নামক হোটেল উদ্বোধন করেন।তিনি ছিলেন একজন ইংরেজ সরাইখানার মালিক।ভালো বুঝতেন আপ্যায়ন ও হোটেল ব্যবসাকে।জলপথই ছিল তখন ব্যবসা ও যোগাযোগের প্রধান মাধ্যম।তাই জল থেকে সহজেই চোখে পড়া এই রেস্তোরাঁ খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠলো ইউরোপীয়ানদের মধ্যে।তখন লোকেদের মধ্যে এই রেস্তোরাঁর খবর আরো ছড়িয়ে দিতে বিজ্ঞাপন দেয়া হয় :-
An ad in the Calcutta Gazette (dated March 16,1786) read, " Gentlemen passing up and down the river may be accommodated with breakfast, dinner, super and lodging ; also liquors sold by the single dozen and good billiard table and coffee room with the newspapers."
রমরমিয়ে চলতে লাগলো এই রেস্তোরাঁ, গম গম করত তাদের আমোদ হাসি ঠাট্টায়।
কিন্তু কালের স্রোতে সবই যেন একদিন তলিয়ে যেতে লাগলো।থাকলো না ডেনিশ কলোনী, থাকলো না এই টাভার্ন এর কোলাহল।পরিণত হলো ভাঙ্গা-পোড়ো বাড়িতে।স্থানীয় লোক ভুলেই গেল এর অতীত।ঘাটের কাছে পড়ে থাকা অবহেলিত অতীত।
২০০৮ সালে The National Museum of Denmark (NMD),State heritage commission and INTACH যৌথ উদ্যোগে শুরু করেছিল শ্রীরামপুরের কিছু স্থাপত্য পুনরুদ্ধারের কাজ। সেই অনুসারেই ২০১৫ সালে পুনরুদ্ধার স্হপতি মণীশ চক্রবর্তীর তত্ত্বাবধানে শুরু হলো পুরাতন ডেনমার্ক টাভার্ন পুনঃসংস্কারের কাজ। স্থানীয়লোকজন ও অবাক পোড়োবাড়ি ভেঙে কি হতে চলেছে!
সেই থেকে আজও চলছে সগর্বে এই রেস্তোরাঁ। স্থানীয় বাসিন্দা হোক বা দূর থেকে আসা অতিথি,ফাঁকা থাকে না কখনোই এই 'ডেনমার্ক টাভার্ন '। 'The Park' এর তত্ত্বাবধানে চলে এই হোটেল।তাই স্বাদগত বা গুণগতমান নিয়ে কোনো কথাই হবে না।
পথ নির্দেশ:-
১.শ্রীরামপুরের স্টেশন থেকে রিক্সা পথে।
(সাব ডিভিশনাল অফিসার বাংলোর পাশেই)
২.বারাকপুর ধোবি ঘাট থেকে শ্রীরামপুরের জেটি,সেখান থেকে কয়েক মিনিট।
৩.নিজস্ব গাড়ি নিয়ে যেখান থেকে ইচ্ছা আসতেই পারেন।
Address : Serampore Police Line N.N Roy Street , LP 39, 2/1, Serampore, West Bengal 712201
Google Map - https://g.page/the-denmark-tavern-serampore?share
Sundar...description
উত্তরমুছুনThank You
মুছুন